পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জমি দখলের 2 কোটি টাকা মাছ সরবরাহের নামে ভাইয়ের অ্যাকাউন্টে পাঠান শাহজাহান, আদালতে দাবি ইডির - Sheikh Shahjahan - SHEIKH SHAHJAHAN

Sheikh Shahjahan: শেখ শাহজাহান নিয়ে আদালতে বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাদের দাবি, জমি দখলের টাকা মাছ সরবরাহের নামে ভাই আলমগীরের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন শাহজাহান ৷

Sheikh Shahjahan
Sheikh Shahjahan

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 6:01 PM IST

কলকাতা, 12 এপ্রিল: জমি দখলের টাকা পাচার করতে ভাই আলমগীরের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় দু’কোটি টাকা পাঠিয়েছিল শেখ শাহজাহান ৷ শুক্রবার আদালতে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাদের দাবি, সন্দেশখালি কাণ্ডের মাস্টারমাইন্ড শাহজাহান ওই টাকা এসকে ফিসারিজের মাধ্যমে পাচার করেছিলেন ৷ মাছ সরবরাহের বদলে ওই টাকা দেওয়া হচ্ছে বলে দেখানো হয় ৷ বাস্তবে আলমগির কোনও মাছ সরবরাহ করেননি ৷ আদালতে ইডির তরফে জানানো হয়েছে, এই বিষয়ে আরও তথ্য প্রয়োজন ৷ তাই সংশ্লিষ্ট অভিযুক্তদের আরও জেরা করতে হবে ৷

এ দিন ইডির তরফে আদালতে হাজির করানো হয় শাহজাহানের ভাই আলমগীর এবং শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা ও দিদার বক্সকে ৷ তাঁদের আগামী 22 এপ্রিল পর্যন্ত হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে ইডি ৷ আদালত কী নির্দেশ দিয়েছে, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি ৷

তবে শুনানির সময় ইডির তরফে জানানো হয়, শাহজাহানের নিয়ন্ত্রণাধীন সংস্থা এস কে সাবিনা, সাবিনা ফিশারিজ থেকে দু’কোটি এক লক্ষ টাকা পেয়েছেন আলমগীর । টাকা পেয়েছেন দিদার ও শিবুও । এর আগে সংশ্লিষ্ট সংস্থা থেকে প্রায় 132 কোটি টাকা ফ্রিজ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

ইডির তরফে জানানো হয়েছে, শাহজাহানের জমি, ভেড়ি দখলের তদন্তে নেমে এই সব তথ্য উঠে এসেছে । তদন্তকারীদের আরও দাবি যে শেখ শাহজাহান একাধিক বেআইনি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখান থেকে লভ্যাংশ তাঁর ভাইয়ের অ্যাকাউন্টে তিনি পাঠাতেন ৷

উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়ি গিয়ে গত 5 জানুয়ারি আক্রান্ত হয় ইডি ৷ প্রায় 55 দিন পর শাহজাহানকে ইডির উপর হামলার চক্রান্ত করার অভিযোগে গ্রেফতার করে পুলিশ ৷ যদিও ততদিনে সন্দেশখালি উত্তাল হয় শেখ শাহজাহান ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে ৷ জমি দখল থেকে নারী নির্যাতন-সহ বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রথমে ইডির উপর হামলার তদন্তভার নেয় সিবিআই ৷ শাহজাহানকে হেফাজতে নেয় ৷ পরে ইডি হেফাজতে নেয় শাহাজাহনকে ৷

সন্দেশখালির এই তৃণমূল নেতাকে গ্রেফতারের আগেই অবশ্য শিবু হাজরা-সহ বেশ কয়েকজন গ্রেফতার হয় ৷ পরে ইডি গ্রেফতার করে আলমগীর, শিবু ও দিদারকে ৷ এখন শাহজাহানের সঙ্গে এই তিনজনকে ইডি মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কি না, সেটাই দেখার ৷ সেটা হলে এই ঘটনায় আর কী কী তথ্য উঠে আসে, সেদিকেই তাকিয়ে সকলে ৷

আরও পড়ুন:

  1. সাদা খাতায় 'কালো' হিসেব জমা করত শাহজাহান
  2. 'আমায় মিথ্যা ফাঁসানো হয়েছে', সাংবাদিকদের দেখে চেঁচিয়ে উঠলেন শাহজাহান
  3. দু’বছরে চিংড়ি রফতানি করে শাহজাহানের মুনাফা 104 কোটি ! খতিয়ে দেখছে ইডি

ABOUT THE AUTHOR

...view details