কলকাতা, 28 অক্টোবর: দুর্গাপুজো শেষে এবার কালীপুজো ৷ সঙ্গে দীপাবলি ও তার কয়েকদিনের মধ্যেই ছটপুজো ৷ ঠাসা এই উৎসবের মরশুমে যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে আবারও বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল ৷
বিশেষ ট্রেনের ঘোষণার পাশাপাশি, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ সোমবার সেই ঘোষণাই করলেন পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয় শংকর ঝা ৷
বছরের শেষের দিকে টানা উৎসবের মরশুমে, বিশেষ করে কালীপুজো ও ছটপুজো উপলক্ষে যেমন বহু মানুষ ঘুরতে বেরিয়ে পড়েন, আবার অনেকেই ছুটিতে বাড়ি আসেন ৷ তাই এই সময়টা টিকিটের চাহিদাও বেড়ে যায় অনেকটাই ৷ স্বাভাবিকভাবে যাত্রীদের ভিড়ও বাড়ে ৷ তাই যাত্রী নিরাপত্তা বজায় রাখতে এবং তাঁদের যাত্রা সুগম করতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে ৷
এই বিষয়গুলি বিচার করে, যে ট্রেনগুলির চাহিদা সবচেয়ে বেশি, সেগুলিতে অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা ৷ এছাড়াও 50টি বিশেষ ট্রেন চালানো হচ্ছে ৷ যেগুলি 400টি ট্রিপে চালানো হবে ৷ গত অক্টোবর মাস থেকেই এই বিশেষ ট্রেনগুলিতে 4 লক্ষ 10 হাজার বার্থ যুক্ত করা হয়েছে ৷
এই 50টি বিশেষ ট্রেন একাধিক রুটে পরিষেবা দেবে ৷ এছাড়াও আরও 52টি বিশেষ ট্রেন চালাবে রেল ৷ যেগুলি মোট 476টি ট্রিপে চলবে ৷
অর্থাৎ, পূর্ব রেলের আওতায় থাকা স্টেশিনগুলি থেকে 102 টি বিশেষ ট্রেন উৎসবের মরশুমে চালাবে পূর্ব রেল ৷ এই বিশেষ ট্রেনগুলি হাওড়া, শিয়ালদা, কলকাতা টার্মিনাল, আসানসোল, ভাগলপুর এবং মালদা টাউন থেকে ছেড়ে খাতিপুরা, উধনা, ভদোদরা, দিঘা, পুরী, জয়নগর, পাটনা, নিউ জলপাইগুড়ি, লখনউ, হরিদ্বার, গোরখপুর, সেকেন্দ্রাবাদ, পুনে, নয়াদিল্লি, রাক্সৌল, আনন্দ বিহার, নাতুনওয়া এবং কাটিহার পর্যন্ত চলবে ৷
এক নজরে বিশেষ ট্রেনগুলির তালিকা:
03417/03418 মালদা টাউন – উধনা – মালদা টাউন, স্পেশাল
03007/03008 হাওড়া – খাতিপুরা – হাওড়া, স্পেশাল
03509/03510 আসানসোল – খাতিপুরা – আসানসোল, স্পেশাল
03131/03132 শিয়ালদা – গোরখপুর – শিয়ালদা, স্পেশাল
03043/03044 হাওড়া – রাক্সৌল – হাওড়া, স্পেশাল
03045/03046 হাওড়া – রাক্সৌল – হাওড়া, স্পেশাল
03109/03110 শিয়ালদা – ভাদোদরা – শিয়ালদা, স্পেশাল
03575/03576 আসানসোল – আনন্দ বিহার – আসানসোল, স্পেশাল
03435/03436 মালদা টাউন – আনন্দ বিহার – মালদা টাউন, স্পেশাল
03465/03466 মালদা টাউন – দিঘা – মালদা টাউন, স্পেশাল
03101/03102 কলকাতা – পুরী – কলকাতা, স্পেশাল
03187/03188 শিয়ালদা – জয়নগর – শিয়ালদা, স্পেশাল
03135/03136 কলকাতা – পাটনা – কলকাতা, স্পেশাল