হাওড়া, 8 অক্টোবর:ভিড় সামলাতে দিতে দুর্গাপুজোর দিনগুলোতে অতিরিক্ত লোকাল ট্রেন চলবে শিয়ালদা শাখায় ৷ এই কয়েকদিন 10 জোড়া অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল । লক্ষ্মীপুজো পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে বলেই জানা গিয়েছে । এই সিদ্ধান্তের কারণে অতিরিক্ত মোট 20টি লোকাল ট্রেন চলবে শিয়ালদা শাখায় । শহরতলি স্পেশাল এই 20টি ট্রেন 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে 12 তারিখ পর্যন্ত চালু থাকবে ।
ট্রেনগুলি হল:
- দু’টি শিয়ালদা-রানাঘাট লোকাল
শিয়ালদা থেকে রাত 12টা 40 মিনিটে ছেড়ে রাত 2টো 30 মিনিটে রানাঘাট পৌঁছবে । অপরদিকে আরেকটি লোকাল রানাঘাট থেকে রাত 11টা 45 মিনিটে ছেড়ে রাত 1টা 40 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।
- চারটি শিয়ালদা-নৈহাটি লোকাল
শিয়ালদা থেকে রাত 1টা 30 মিনিট ও রাত 2টো 30 মিনিটে দু’টি ট্রেন ছাড়়বে ৷ সেগুলি যথাক্রমে রাত 2টো 40 মিনিট ও ভোর 3টে 30 মিনিটে নৈহাটি পৌঁছবে । পাশাপাশি অপর দু’টি লোকাল নৈহাটি থেকে রাত 12টা 11 মিনিটে ও ভোর 3টে নাগাদ ছাড়বে ৷ সেই ট্রেনগুলি যথাক্রমে রাত 1টা 20 মিনিট ও ভোর 4টে 10 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।
- দু’টি রানাঘাট-কৃষ্ণনগর লোকাল
রানাঘাট থেকে রাত 11টা 45 মিনিটে ছেড়ে রাত 12টা 17 মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে । কৃষ্ণনগর থেকে একটি লোকাল রাত 12টা 30 মিনিটে ছেড়ে রাত 1টা 5 মিনিটে রানাঘাট পৌঁছবে ।
- দু’টি শিয়ালদা-বনগাঁ লোকাল
শিয়ালদা থেকে রাত 1টা 20 মিনিটে ছেড়ে ভোর 3টে 10 মিনিটে বনগাঁ পৌঁছবে । বনগাঁ থেকে রাত 11টা 55 মিনিটে আরেকটি লোকাল ছেড়ে রাত 1টা 45 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।
- দু’টি শিয়ালদা–ডানকুনি লোকাল