হাওড়া, 20 ডিসেম্বর: হাওড়া স্টেশনের অদূরেই বেনারস রোডে উড়ালপুল নির্মাণের কাজ চলবে ৷ একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল ৷ রেলের তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, হাওড়া-লিলুয়া স্টেশনের মধ্যে বেনারস রোডে উড়ালপুল তৈরির কাজের জন্য 21 ডিসেম্বর (শনিবার) থেকে 1 ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত ট্রেন পরিষেবাতে বিশেষ কিছু ব্যবস্থার পরিবর্তন করা হয়েছে ।
বাতিল হওয়া ট্রেনের তালিকা:-
21 ডিসেম্বর (শনিবার) ও 22 জানুয়ারী (বুধবার) ব্যান্ডেল থেকে হাওড়া পর্যন্ত বাতিল থাকবে 37212, 37214, 37216, 37218, 37220, 37222, 37230, 37232, 37236, 37244, 37250, 37254, 37264, 37278, 37288
শেওরাফুলি থেকে হাওড়া পর্যন্ত বাতিল থাকবে 37042, 37044, 37046, 37048, 37050, 37052, 37056, 37058, 37060, 37062, 37064
03051 আপ হাওড়া - বর্ধমান মেমু স্পেশাল 23 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর আপ হাওড়া - বর্ধমান কর্ড লাইন হয়ে চলবে।
নিয়ন্ত্রিত হওয়া ট্রেনের তালিকা:-
12370 ডাউন দেরাদুন - হাওড়া কুম্ভ এক্সপ্রেস 24, 25, 26 ও 28 ডিসেম্বর 50 মিনিট নিয়ন্ত্রিত হবে। 12328 ডাউন দেরাদুন - হাওড়া উপাসনা এক্সপ্রেস 23 ও 27 ডিসেম্বর 50 মিনিট নিয়ন্ত্রিত হবে। 15272 ডাউন মুজাফ্ফরপুর - হাওড়া জনসাধারণ এক্সপ্রেস 25 ডিসেম্বর এক ঘণ্টা নিয়ন্ত্রিত হবে। 15236 ডাউন দ্বারভাঙ্গা - হাওড়া উইকলি এক্সপ্রেস 28 ডিসেম্বর এক ঘণ্টা নিয়ন্ত্রিত হবে। 13030 ডাউন মোকামা - হাওড়া এক্সপ্রেস 23 থেকে 28 ডিসেম্বর 25 মিনিট নিয়ন্ত্রিত হবে। 03004 ডাউন আজিমগঞ্জ - হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল 23 থেকে 28 ডিসেম্বর 10 মিনিট নিয়ন্ত্রিত হবে। 13024 ডাউন গয়া - হাওড়া এক্সপ্রেস 23 থেকে 28 ডিসেম্বর 30 মিনিট নিয়ন্ত্রিত হবে। 13022 ডাউন রক্সৌল - হাওড়া মিথিলা এক্সপ্রেস 23 থেকে 28 ডিসেম্বর 10 মিনিট নিয়ন্ত্রিত হবে।