পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুমতি ছাড়া প্রাইভেট প্রাকটিস নয়, চিকিৎসকদের নির্দেশ স্বাস্থ্য দফতরের - DOCTORS PRIVATE PRACTICE

স্বাস্থ্য দফতরের কাছে অভিযোগ গিয়েছে, সরকারি হাসপাতালে কোয়ার্টারে প্রাইভেট প্র্যাকটিস করছেন চিকিৎসকরা। তারপরই নির্দেশিকা জারি করে নিজেদের অবস্থান স্পষ্ট করল স্বাস্থ্য দফতর।

DOCTORS PRIVATE PRACTICE
স্বাস্থ্য দফতর (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2025, 9:51 PM IST

কলকাতা, 6 জানুয়ারি: অনুমতি ছাড়া কোনও ধরনের প্রাইভেট প্রাকটিস নয়। চিকিৎসকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। সমস্ত সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য এই নির্দেশিকা জারি হয়েছে।

এই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি হাসপাতালে কর্মরত অধ্যাপক-চিকিৎসকদের বাইরে প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে আগাম অনুমতি নিতে হবে। মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টরের থেকে অনুমতি সূচক 'নো অবজেশন সার্টিফিকেট' পেলেই করা যাবে প্র্যাকটিস।

স্বাস্থ্য দফতর (ইটিভি ভারত)

স্বাস্থ্য দফতরের কাছে অভিযোগ গিয়েছে, সরকারি হাসপাতালের কোয়ার্টারে প্রাইভেট প্র্যাকটিস করছেন চিকিৎসকরা। সরকারি যে কোয়ার্টার তাঁরা পাচ্ছেন সেখানেই রোগী দেখার কাজ করছেন ৷ এরপরই কড়া নির্দেশ দিল স্বাস্থ্যভবন। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সরকারি হাসপাতালের কোয়ার্টারে কোনও প্র্যাকটিস করা যাবে না। এই সমস্ত নির্দেশ দিয়েই বিজ্ঞপ্তি সোমবার প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে রয়েছে বিভিন্ন বিতর্ক। এর আগেও স্বাস্থ্য দফতরের তরফে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, সরকারি হাসপাতালের সমস্ত কাজ মিটিয়ে তারপরেই প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন চিকিৎসকরা। এর পাশাপাশি বলা হয়েছে, যদি সরকারি হাসপাতালে ডাক পড়ে তবে তৎক্ষণাৎ তাঁকে আসতে হবে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মধ্যেও একাধিকবার এই প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

বহু আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক প্রাইভেটে প্র্যাকটিস করছেন বলে অভিযোগ তুলেছেন শাসক শিবিরের একাধিক নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভা করে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকেও সে কথা বলেছেন। সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় তাই জন্যই এই নির্দেশিকা স্বাস্থ্য দফতরে।

ABOUT THE AUTHOR

...view details