বুধবার আউটডোর পরিষেবা বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের - RG Kar Rape and Murder Case
OPD Close: বুধেও অব্যাহত থাকছে রোগীদের ভোগান্তি ৷ আরজি করের ঘটনায় এদিনও পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ৷ আর কী কী বন্ধ থাকবে তাও জানিয়েছেন তাঁরা ৷
Published : Aug 13, 2024, 10:41 PM IST
কলকাতা, 13 অগস্ট: সরকারি ও বেসরকারি মিলিয়ে রাজ্যের সমস্ত আউটডোর পরিষেবা বন্ধ থাকছে বুধবার । চিকিৎসক সংগঠন জয়েন প্ল্যাটফর্ম অফ ডাক্তারের তরফে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আরজি কর মেডিক্যাল কলেজে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে এই সিদ্ধান্ত । সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে ওই সংগঠনের তরফে জানানো হয়েছে ৷ শুধুমাত্র খোলা থাকবে জরুরি পরিষেবা । এর পাশাপাশি সকল চিকিৎসকের যে ব্যক্তিগত চেম্বার আছে তাও আগামিকাল বুধবার জন্য বন্ধ থাকছে ।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার প্রেক্ষিতে শুক্রবার থেকে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের । তাদের বর্তমানে বেশ কিছু দাবি রয়েছে । তার মধ্যে অন্যতম হল বিচার বিভাগীয় তদন্ত প্রক্রিয়া । যতক্ষণ না সেই দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতিতেই থাকবেন বলে তাঁরা জানিয়ে দেন । রবিবার থেকে জরুরি পরিষেবাতেও তাঁরা কর্মবিরতি শুরু করেন । যা নিয়ে রীতিমতো হয়রানির শিকার হতে হচ্ছে রোগীর পরিবারদের । তবে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছেন সিনিয়র চিকিৎসকেরা ।
মঙ্গলবার প্রকাশ্যে আসে একটি ভিডিয়ো । যেখানে দেখা গিয়েছে জরুরি বিভাগের চারতলাতেই চেস্ট মেডিসিনের ঘর ভাঙার কাজ চলছে । কেন এই কাজ করা হল সেই প্রশ্ন তোলা হয়েছে চিকিৎসক সংগঠন এবং আন্দোলনরত পড়ুয়াদের থেকে । এর কারণেই বুধবার আউটডোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর । তাঁদের কথায়, "প্রমাণ লোপাটের চেষ্টা চলছে সেই কারণেই হাসপাতাল কর্তৃপক্ষ এই ধরনের কাজ করেছে ।"