হাওড়া, 21 জুলাই: রবিবার 21 জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশের জন্য রাস্তায় উপচে পড়া ভিড় ৷ অন্যদিকে দফায়-দফায় বৃষ্টি ৷ কিন্তু এসবের মাঝেও শিবভক্তদের আটকে রাখে কে ! দলে দলে 'ভোলেবাবা'র টানে হাওড়া স্টেশন থেকে তারকেশ্বরের পথে যাত্রা করলেন পুণ্যার্থীরা ৷
'ভোলেবাবা'র টানে তারকেশ্বরমুখী ভক্তরা (ইটিভি ভারত) রবিবার ধর্মতলায় ছিল তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান ৷ এই সমাবেশে যোগ দিতে জেলা থেকে আসেন বহু তৃণমূল কর্মী-সমর্থকেরা । হাওড়া স্টেশন থেকে একাধিক মিছিল ছিল এ দিন ধর্মতলামুখী ৷ সঙ্গে যান নিয়ন্ত্রণ করছিল পুলিশ ৷ কিন্তু এত কিছুর মাঝেও বিরাজ থাকল ধর্মচর্চা । আগামিকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার । সেই উপলক্ষে তারকেশ্বরের পথে এগিয়ে চলেছেন বহু ভক্ত । রবিবাসরীয় সকালে হাওড়া স্টেশনে নামল ভক্তের ঢল। ভোলেবাবার নাম করে তাঁরা একের পর এক ট্রেনে চেপে রওনা দিলেন গন্তব্যের দিকে । সেখানে গিয়ে শিবের মাথায় জল ঢেলে পুজো দেবেন। গেরুয়া পোশাকে এদিন দেখা মিলল ভক্তদের ৷ সঙ্গে তাঁদের হাতে ছিল বাঁক ৷
একুশে জুলাই শহিদ দিবস উপলক্ষে প্রত্যেক বছর ধর্মতলায় মহাসমাবেশের আয়োজন করা হয় তৃণমূল কংসের তরফে । সমাবেশের তোড়জোড় শুরু হয়ে যায় জুলাই মাসের শুরু থেকে । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন ৷ তাঁর কথা শুনতেই জেলা থেকে আসেন শ'য়ে শ'য়ে তৃণমূল কর্মী-সমর্থকেরা । তৃণমূল কর্মী-সমর্থকদের দাপাদাপিতে বন্ধ হয়ে যায় হাওড়া ব্রিজের যান চলাচল ।
বৃষ্টিকে উপেক্ষা করে হাওড়া স্টেশনে শিবভক্তদের ভিড় (নিজস্ব ছবি) কিন্তু এবারের দৃশ্যটা ছিল খানিকটা আলাদা । প্রায় সকাল 10টা পর্যন্ত হাওড়া স্টেশন ভরল না তৃণমূল কর্মীদের ভিড়ে । বরং, তার থেকে বেশি দেখা গেল ভোলেবাবার ভক্তদের । এমনকী প্রত্যেক বছরের তুলনায় এ বছরে দৃশ্য বদল আসল হাওড়া ব্রিজের উপরেও । সেখানে রাস্তার রেলিংয়ের দু'পাশ দিয়ে এগিয়ে চলেছে তৃণমূল কর্মী সমর্থকদের মিছিল । মাঝখান দিয়ে চলছে যানবাহন ।
বৃষ্টিকে উপেক্ষা করে হাওড়া স্টেশনে শিবভক্তদের ভিড় (নিজস্ব ছবি) যদিও এই বিষয়ে তৃণমূলের হাওড়া নেতৃত্বের দাবি, "এক এক জেলা থেকে লোক আসার পর আমরা প্রথমে জেটির মাধ্যমে তাদের ধর্মতলা পৌঁছে দিচ্ছিলাম । পরবর্তী সময়ে ভিড় বেড়ে যাওয়ায় জেটি পরিষেবা বন্ধ করতে হয়েছে । হাওড়া ব্রিজের ওপরেই লাইন করে সকলে এগিয়ে চলে ধর্মতলার উদ্দেশে । ভিড় করতে সবাইকে বারণ করা হচ্ছে ।"