পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হুঁশ নেই প্রশাসনের - ICDS Centre

Devastated Condition of ICDS Centre: দেওয়ালে ফাটল-উড়েছে টিনের ছাদ, জরাজীর্ণ অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ৷ সেখানেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিশুদের পঠন-পাঠন ৷ প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা বলে অভিযোগ ৷ যদিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও ৷

ICDS Centre
অঙ্গনওয়াড়ি কেন্দ্র

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 6:56 PM IST

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা

বংশীহারি, 19 ফেব্রুয়ারি:টিনের ছাউনি ভেদ করে ভেতরে অবাধ প্রবেশ রোদ-বৃষ্টি থেকে সাপ ও ব্যাঙের । ভগ্নপায় বিল্ডিংয়ের দেওয়ালগুলি বেয়ে উঠেছে বট ও অশ্বত্থের গাছ । অনেক জায়গায় আবার দেওয়াল ফাটলও ধরেছে । যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়তে পারে দেওয়ালগুলি ৷ এটি বংশীহারি মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বর্তমান অবস্থা ৷ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পুষ্টি বৃদ্ধির জন্য রান্না করা খিচুরি পায় শিশু থেকে ছয় বছর বয়সি মোট 48 জন ও গর্ভবতী মহিলারা ৷ পঠন-পাঠন ও খাবার তৈরির জন্য এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রয়েছেন একজন কর্মী ও একজন সহায়িকা ৷ তবে এতগুলো মানুষের জীবনের ঝুঁকি নিয়ে এভাবে বেহাল দশার মধ্যেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পঠন পাঠন থেকে আহার ৷

জানা গিয়েছে, বংশীহারি মহাবাড়ি পঞ্চায়েতের ঘাসিপুর এলাকায় 2003 সালে সন্তোষকুমার সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য দুই শতক জায়গা দান করেছিলেন । ওই বছরেই শুরু হয় 30 ফুট বাই 12 ফুট ইটের গাঁথনি-সহ টিনের ছাউনি দেওয়া এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র । দুই বছর আগে পঞ্চায়েত থেকে কিচেন সেড তৈরি হয়েছে এখানে । তবে বর্তমানে সেই কিচেন সেড অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্টোর রুমে পরিণত হয়েছে । তার বদলে পলিথিনে ঘেরা ফাঁকা জায়গায় তৈরি হচ্ছে শিশুদের পুষ্টি বৃদ্ধির জন্য রান্না করা খাবার ।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেয়ে উঠেছে গাছ

প্রসূতি ও শিশুরা কেন্দ্রে আসতে ভয় পাচ্ছে ৷ সন্তানদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠিয়েও উদ্বিগ্ন থাকেন অভিভাবকরা । অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশার কথা লিখিতভাবে জানানো হয়েছে প্রশাসনকে । শুধুই আশ্বাস মিলেছে বলে দাবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী, সহায়িকা-সহ এলাকার মানুষের । পরিকাঠামোর কোনও উন্নতি হয়নি । অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা বর্ণালী সরকার বলেন, "দীর্ঘ আট-নয় বছর ধরে স্কুল ঘর ভাঙতে শুরু করেছে । বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাউনির টিন ঝাঁঝরা হয়ে গিয়েছে । বেশ কিছু জায়গায় বিল্ডিংয়ের ফাটল ধরেছে । সামনের বর্ষাতে বিল্ডিংটি পুরো ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে । প্রশাসনকে জানিয়েছে শুধু আশ্বাস মিলেছে কাজের কাজ কিছু হচ্ছে না ৷"

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়ালে ফাঁটল ধরেছে

বংশীহারি সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত বাউল বলেন, "প্রকল্প আধিকারিকের মাধ্যমে বিষয়টি জানতে পেরে মেরামতের জন্য চিঠি দফতরে পাঠিয়েছি । ফান্ড এলেই দ্রুত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি মেরামত করা হবে ।" প্রকল্প আধিকারিক তাপস শীলের কথায়, "সংশ্লিষ্ট দফতর থেকে অর্থ বরাদ্দ পেলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দ্রুত মেরামত শুরু হবে । প্রয়োজনে আশেপাশে কোথাও ভাড়া নিয়ে সেন্টার চালু রাখা হবে ।"

আরও পড়ুন:

  1. রামজীবনপুরে 11টি ওয়ার্ডের 13টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেহাল পরিকাঠামোর অভিযোগ
  2. ফুল ছিঁড়েছে পড়ুয়ারা, 'অপরাধে' অঙ্গনওয়াড়ি কর্মীর নাক কেটে নিল বাড়ির মালিক
  3. সাপ-ব্যাঙের স্বর্গরাজ্য, 80-রও বেশি পড়ুয়া থাকলেও জরাজীর্ণ অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের

ABOUT THE AUTHOR

...view details