পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

27 কেজি হরিণের মাংস-চামড়া উদ্ধার, পাথরপ্রতিমায় গ্রেফতার এক - DEER MEAT AND SKIN RECOVERED

হরিণের মাংস ও চামড়ার পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কাকদ্বীপ বনদফতরের আধিকারিকরা ৷ 27 কেজি মাংস ও চামড়া উদ্ধার করা হয়েছে ৷

DEER MEAT AND SKIN RECOVERED
হরিণের মাংস ও চামড়া সহ গ্রেফতার ব্যক্তি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2024, 11:13 AM IST

পাথরপ্রতিমা, 29 নভেম্বর:দিনের পর দিন জঙ্গল থেকে হরিণ শিকার করে খোলা বাজারে মাংস ও চামড়া বিক্রির অভিযোগ রয়েছে ৷ বনদফতরের কর্মীরা একাধিকবার চেষ্টা করেও তাঁকে ধরতে পারেননি ৷ অবশেষে বৃহস্পতিবার 27 কেজি হরিণের মাংস ও চামড়া-সহ অভিযুক্ত তপন দাস ৷ দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমার ঘটনা ৷

বনদফতর সূত্রে খবর, অভিযুক্ত তপন দাসের বাড়ি পাথরপ্রতিমা থানার বরদাপুর এলাকায় । এদিন, খোলা বাজারে ফের হরিণের মাংস ও চামড়া বিক্রি করতে যান তিনি ৷ দীর্ঘ চেষ্টা বিফল যাওয়ায় এদিন ক্রেতা সেজে তাঁর কাছে যান বনদফতরের এক আধিকারিক ৷ দীর্ঘ কথোপকথনের পর তপনকে গ্রেফতার করেন ওই আধিকারিক ৷ গ্রেফতারের পর তাঁর কাছ থেকে মাংস-চামড়াও উদ্ধার করা হয় ৷ যদিও, তপনের দাবি মাংসটি শুয়োরের ৷ এরপর অভিযুক্ত তপন দাসের বিরুদ্ধে বন্যপ্রাণ আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে ৷

27 কেজি হরিণের মাংস ও চামড়া উদ্ধার পাথরপ্রতিমায় (ইটিভি ভারত)

এই বিষয়ে কাকদ্বীপ মহকুমা আদালতের আইনজীবী সব্যসাচী দাস জানান, বৃহস্পতিবার পাথরপ্রতিমা বনদফতরের আধিকারিকেরা তপন দাস নামে এক ব্যক্তিকে হরিণের মাংস এবং চামড়া বিক্রি করার অভিযোগে গ্রেফতার করে । অভিযুক্তের বিরুদ্ধে বন্য আইনে মামলা রুজু করা হয়েছে বনদফতরের তরফে ৷ অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান বনদফতরের আধিকারিকেরা । তাঁদের আবেদন মেনে নেন বিচারক । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে হরিণের মাংস ও চামড়ার অবৈধ পাচার চক্রের তদন্ত করতে চাইছে বনদফতর ৷ অন্ত:রাজ্য পাচার চক্রের সঙ্গে কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছে পাথরপ্রতিমা বনদফতরের আধিকারিকেরা ।

পড়ুন:চারমাস বন্ধ থাকবে বারাসত উড়ালপুল ! কোন বিকল্প পথে যাতায়াত ?

ABOUT THE AUTHOR

...view details