পাথরপ্রতিমা, 29 নভেম্বর:দিনের পর দিন জঙ্গল থেকে হরিণ শিকার করে খোলা বাজারে মাংস ও চামড়া বিক্রির অভিযোগ রয়েছে ৷ বনদফতরের কর্মীরা একাধিকবার চেষ্টা করেও তাঁকে ধরতে পারেননি ৷ অবশেষে বৃহস্পতিবার 27 কেজি হরিণের মাংস ও চামড়া-সহ অভিযুক্ত তপন দাস ৷ দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমার ঘটনা ৷
27 কেজি হরিণের মাংস-চামড়া উদ্ধার, পাথরপ্রতিমায় গ্রেফতার এক - DEER MEAT AND SKIN RECOVERED
হরিণের মাংস ও চামড়ার পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কাকদ্বীপ বনদফতরের আধিকারিকরা ৷ 27 কেজি মাংস ও চামড়া উদ্ধার করা হয়েছে ৷
Published : Nov 29, 2024, 11:13 AM IST
বনদফতর সূত্রে খবর, অভিযুক্ত তপন দাসের বাড়ি পাথরপ্রতিমা থানার বরদাপুর এলাকায় । এদিন, খোলা বাজারে ফের হরিণের মাংস ও চামড়া বিক্রি করতে যান তিনি ৷ দীর্ঘ চেষ্টা বিফল যাওয়ায় এদিন ক্রেতা সেজে তাঁর কাছে যান বনদফতরের এক আধিকারিক ৷ দীর্ঘ কথোপকথনের পর তপনকে গ্রেফতার করেন ওই আধিকারিক ৷ গ্রেফতারের পর তাঁর কাছ থেকে মাংস-চামড়াও উদ্ধার করা হয় ৷ যদিও, তপনের দাবি মাংসটি শুয়োরের ৷ এরপর অভিযুক্ত তপন দাসের বিরুদ্ধে বন্যপ্রাণ আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে ৷
এই বিষয়ে কাকদ্বীপ মহকুমা আদালতের আইনজীবী সব্যসাচী দাস জানান, বৃহস্পতিবার পাথরপ্রতিমা বনদফতরের আধিকারিকেরা তপন দাস নামে এক ব্যক্তিকে হরিণের মাংস এবং চামড়া বিক্রি করার অভিযোগে গ্রেফতার করে । অভিযুক্তের বিরুদ্ধে বন্য আইনে মামলা রুজু করা হয়েছে বনদফতরের তরফে ৷ অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান বনদফতরের আধিকারিকেরা । তাঁদের আবেদন মেনে নেন বিচারক । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে হরিণের মাংস ও চামড়ার অবৈধ পাচার চক্রের তদন্ত করতে চাইছে বনদফতর ৷ অন্ত:রাজ্য পাচার চক্রের সঙ্গে কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছে পাথরপ্রতিমা বনদফতরের আধিকারিকেরা ।