কলকাতা, 3 অক্টোবর:শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে দু'পক্ষের আইনজীবীর মধ্যে তরজা কলকাতা হাইকোর্টে । বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় ৷
এই মামলায় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মিলন মুখোপাধ্যায়ের অভিযোগ, দু'বছরের তদন্তে কোনও তথ্য না-মেলায় নতুন মামলায় তাঁর মক্কেলকে আটকে রাখার চেষ্টা চালাচ্ছে সিবিআই ৷ যদিও সেই যুক্তি মানতে নারাজ সিবিআইয়ের আইনজীবী । তাঁর দাবি, স্কুল সার্ভিস কমিশনের মামলায় নয়, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে পার্থকে ।
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মিলন মুখোপাধ্যায় এদিন বলেন, "দু'বছর জেলে রাখার পর নতুন মামলায় ফের গ্রেফতার করতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে ? সিবিআই এতদিনে তদন্তে কী পেয়েছে ? কিছুই না । পার্থ চট্টোপাধ্যায়কে আটকে রাখতে শ্যোন অ্যারেস্ট করা হয়েছে অন্য মামলায় ।"
একথা শুনে বিচারপতি অপূর্ব সিনহা রায়ের প্রশ্ন, "স্কুল সার্ভিস কমিশনের মামলায় গ্রেফতার ?" তখন সিবিআইয়ের আইনজীবী জানান, "না । প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্যপ্রমাণ হাতে আসার জন্যই পার্থ চট্টোপাধ্যায়কে শ্যোন অ্যারেস্ট করা হয়েছে ।" পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সিবিআইয়ের, তা নিয়ে ইতিমধ্যে তারা চার্জশিট দিয়ে দিয়েছে নিম্ন আদালতে । এখন দু'বছর পরে ফের তাঁকে অন্য মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানালেন আইনজীবী মিলন মুখোপাধ্যায় । তাঁর দাবি, গত দু'বছরে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তেমন কোনও তথ্যপ্রমাণ কিছুই পায়নি সিবিআই ৷
আগামী সোমবার পৌনে একটা নাগাদ এই মামলার পরবর্তী শুনানি হবে ৷ ওইদিন পার্থ চট্টোপাধ্যায়ের ও অন্যান্যদের আইনজীবীদের নিজস্ব বক্তব্য শেষ করতে হবে । এদিন সিবিআই তাদের বক্তব্য লিখিত ভাবে আদালতকে জানালেও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ও অন্য পক্ষের আইনজীবীদের বক্তব্যের পর সিবিআই ফের পালটা তাদের বক্তব্য জানাতে চায় আদালতকে । তবে বিচারপতিরা মৌখিকভাবে বলেন, এই জামিন সংক্রান্ত মামলা পুজোর ছুটির আগে সম্পন্ন হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে ।