কলকাতা, 12 জুলাই: ঘর থেকে উদ্ধার প্রোমোটারের গলা কাটা রক্তাক্ত দেহ ৷ দেহের পাশ থেকেই মিলল রক্তমাখা চপার ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কড়েয়া থানা এলাকার ব্রাইট স্ট্রিটে ৷ আততায়ীরা সংখ্যায় একের বেশি ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। শুক্রবার ঘটনাস্থলে যান কলকাতা পুলিসের হোমিসাইড এবং কলকাতা পুলিশের ডিসি (সাউথ ইস্ট ডিভিশন) ভোলানাথ পাণ্ডে ৷
জানা গিয়েছে, বছর আটত্রিশের শামসের আলি নামে ওই ব্যক্তির দেহ বাড়ি থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়। পুলিশ জানায়, দেহটি রক্তাক্ত মেঝেয় পড়েছিল। শুক্রবার ভোরে রক্তাক্ত দেহটি প্রথম দেখতে পান মৃতের স্ত্রী। পরে তিনিই পরিবারের সদস্যদের খবর দেন। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসেন কড়েয়া থানার পুলিশ ও হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। দেহটি দেখে প্রাথমিক ভাবে হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের অনুমান, ভোর রাতে ঘটনাটি ঘটেছে। অভিযোগ ঘরে ঢুকে গলার নলি কেটে খুন করা হয়েছে ৷ পাশাপাশি, তথ্য প্রমাণ লোপাট করার জন্যই বাড়ির সিসিটিভি ভাঙচুর করা হয়েছে বলে অনুমান পুলিশের।