পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ফাটল, যান চলাচলে আংশিক নিষেধাজ্ঞা - Cracks on Nabadwip Bridge - CRACKS ON NABADWIP BRIDGE

নদিয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ফাটল ৷ পরিদর্শনে পূর্ত সচিব অন্তরা আচার্য, নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ-সহ প্রশাসনের আধিকারিকরা ৷ যান চলাচলে আংশিক নিষেধাজ্ঞা জারি ৷

Cracks on Nabadwip Bridge
নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ফাটল, যান চলাচলে আংশিক নিষেধাজ্ঞা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2024, 8:26 PM IST

নবদ্বীপ, 4 অক্টোবর: যানজটে আটকে একাধিক গাড়ি ৷ ঠিক সেই সময়ই দুলছে সেতু ৷ সেতুর একটি স্ল্যাব থেকে আরেক স্ল্যাবের মধ্যে ফাটল স্পষ্ট বোঝা যাচ্ছে ৷ বৃহস্পতিবারই এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷

সত্যিই কি তাই ? খতিয়ে দেখতে গিয়ে প্রশাসনের আধিকারিকরা বুঝতে পারলেন যে পরিস্থিতি অনুকূল নয় ৷ এখনই পদক্ষেপ না-করলে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা ৷ সেই কারণে শুক্রবার নদিয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে বন্ধ করে দেওয়া হল যান চলাচল ৷

নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ফাটল, যান চলাচলে আংশিক নিষেধাজ্ঞা (ইটিভি ভারত)

তবে তা পুরো বন্ধ করা হয়নি ৷ শুধুমাত্র যাত্রীবাহী বাস ও ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ছোট গাড়ি, বাইক চলাচলে আপাতত কোনও নিষেধাজ্ঞা নেই ৷ কিন্তু পুজোর মুখে এই পরিস্থিতির জেরে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে অনেককেই ৷ কৃষ্ণনগর থেকে বর্ধমান যাওয়ার মূল মাধ্যম নবদ্বীপে ভাগীরথী নদীর ওপর থাকা এই গৌরাঙ্গ সেতু । বিকল্প রাস্তা অনেকটাই দূরে ৷ তাই দুই জেলার মধ্যে যোগাযোগ কার্যত বন্ধ হওয়ার মুখে ৷

যান চলাচলে আংশিক নিষেধাজ্ঞা (নিজস্ব চিত্র)

এ দিন সেতু পর্যবেক্ষণে যান রাজ্যের পূর্ত সচিব অন্তরা আচার্য, নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ-সহ প্রশাসনের একাধিক আধিকারিক ৷ তাঁরা পুরো সেতুর অবস্থা খতিয়ে দেখেন ৷ অন্তরা আচার্য জানান, ইতিমধ্যেই কলকাতা থেকে বিশেষজ্ঞরা উপস্থিত হয়েছেন । যত দ্রুত সম্ভব অল্প সময়ের মধ্যে ব্রিজ মেরামতির কাজ সম্পন্ন করা হবে ৷

নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ফাটল (নিজস্ব চিত্র)

তবে এই প্রথমবার নয়, এর আগেও একবার এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ সেটা ছিল 2021 সালের অক্টোবর ৷ প্রায় 15 দিন সেই সময় সেতু বন্ধ করে রাখা হয় ৷ তিন বছরের মধ্যে সেই ঘটনার পুনরাবৃত্তি হল ৷ কেন বারবার সেতু বন্ধ করে রাখতে হচ্ছে ?

নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে পরিদর্শন (নিজস্ব চিত্র)

এই নিয়ে অন্তরা আচার্যর বক্তব্য, যেহেতু সেতুটি অনেক বছরের পুরনো হয়ে গিয়েছে, সেই কারণেই এই বিপত্তি । জেলার প্রশাসনিক আধিকারিকরা সব এই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ৷ পাশাপাশি পূর্ত দফতরের ইঞ্জিনিয়ররাও ঘটনাস্থলে রয়েছেন । তাঁরা তত্ত্বাবধান করছেন ৷ যত দ্রুত সম্ভব যাতে দ্রুত সেতু মেরামত করে যানবাহন স্বাভাবিক করা যায়, সেই চেষ্টায় চালানো হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details