পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করিমপুরে সিপিএম নেতাকে কুপিয়ে খুন ! উদ্ধার রক্তাক্ত দেহ - করিমপুরে খুন

CPIM Leader killed: লোকসভা ভোটের মুখে নদিয়ার করিমপুরে এক সিপিএম নেতাকে কুপিয়ে খুন ৷ বাড়ির কাছেই উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 9:46 AM IST

Updated : Feb 12, 2024, 11:47 AM IST

করিমপুরে সিপিএম নেতাকে কুপিয়ে খুন

করিমপুর, 12 ফেব্রুয়ারি: লোকসভা ভোটের মুখে কুপিয়ে খুন করা হল এক সিপিআইএম নেতাকে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার করিমপুর থানা এলাকায় ।

জানা গিয়েছে, মৃত ওই সিপিআইএম নেতার নাম দুলাল বিশ্বাস । তাঁর বয়স আনুমানিক ষাট বছর । তিনি তেহট্ট উত্তর এরিয়া কমিটির গোপালপুর শাখার সদস্য ছিলেন । দীর্ঘদিন ধরে সিপিআইএম করতেন তিনি । সূত্রের খবর, আজ ভোররাতে পরিবারের কাছে হঠাৎ খবর আসে, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দুলাল বিশ্বাস । এরপরেই পরিবারের লোকজন এবং এলাকাবাসীরা ঘটনাস্থলে গিয়ে তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানেই দুলাল বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় করিমপুর থানার পুলিশ । পরবর্তীকালে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ সূত্রের খবর, দুলাল বিশ্বাস যেমন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক তেমনই এলাকায় তাঁর টাকা সুদে দেওয়ার কারবারও ছিল । তা নিয়ে বচসার জেরেও তাঁকে খুন করা হতে পারে বলে অনুমান স্থানীয়দের ।

এ বিষয়ে মৃত দুলাল বিশ্বাসের ভাইপো বিপ্লব বিশ্বাস বলেন, "গতকাল হঠাৎ রাতে খবর আসে যে, রক্তাক্ত অবস্থায় কাকা রাস্তায় পড়ে রয়েছেন । আমরা তারপরেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি । তবে কাকাকে উদ্ধারের সময় যেটুকু মনে হয়েছে ওঁর সঙ্গে কয়েকজন ধস্তাধস্তি করেছে এবং কাকার গলায় ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে মনে হচ্ছে ৷"

তিনি আরও জানান, বহু মানুষের কাছে কাকা টাকা ধার পেতেন । সেই টাকা তাগাদা করতে গিয়েই এই খুন হতে পারে বলে পরিবারের অনুমান । পরিবারের তরফে এই নিয়ে করিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । এটি টাকার কারণেই খুন নাকি এর পেছনে রাজনৈতিক কোনও কারণ রয়েছে, তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও এই ঘটনায় এখনও কোনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।

আরও পড়ুন:

  1. গলা কেটে খুন ! ঘর থেকে উদ্ধার গয়না ব্যবসায়ী ও মেয়ের রক্তাক্ত দেহ
  2. শিশুকে অপহরণ করে খুন প্রতিবেশীর ! সরষে খেতে দেহ ছিঁড়ে খেল বন্য পশুরা
  3. হরিপালে মা-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে 'খুন' ছেলের, গ্রেফতার অভিযুক্ত
Last Updated : Feb 12, 2024, 11:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details