দেউলা, 13 ডিসেম্বর: প্রেমিকাকে চরম পদক্ষেপ করা থেকে রক্ষা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক ! মৃত্যু হয়েছে যুবতীরও ৷ অভিযোগ, যুবতী তাঁর প্রেমিককে ফোন করে ঘটনাস্থলে ডেকেছিলেন ৷ সেখানে দু’জনের মধ্যে বচসাও হয় বলে রেল পুলিশ সূত্রে খবর ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শিয়ালদা দক্ষিণ শাখার দক্ষিণ 24 পরগনার দেউলা রেলব্রিজ এলাকায় ৷
গতকাল সন্ধেবেলা ডাউন সোনারপুর-ডায়মন্ডহারবার লোকাল দেউলা স্টেশন ছেড়ে নেতড়ার দিকে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় সাবির মোল্লা এবং মরিয়ম খাতুনের ৷ রেল পুলিশ সূত্রে খবর, ডাউন সোনারপুর-ডায়মন্ডহারবার লোকালের চালক জানিয়েছেন, ট্রেনটি নেতড়া স্টেশনের দিকে যাওয়ার সময় ডাউনলাইনে একটি ছেলে এবং মেয়ে দাঁড়িয়েছিলেন ৷ তাঁদের দেখতে পেয়ে তিনি হর্ন দেন সরে যাওয়ার জন্য ৷
ট্রেনে কাটা পড়ে মৃত্যু যুগলের (নিজস্ব ভিডিয়ো) চালক জানিয়েছেন, ট্রেন আসতে দেখে মেয়েটির হাত ধরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই যুবক ৷ অভিযোগ, সেই সময় মেয়েটি রেললাইনে বসে পড়েন ৷ তখন যুবক মেয়েটিকে টেনে তোলার চেষ্টা করেন ৷ ততক্ষণে ট্রেন অনেকটাই কাছে চলে আসে ৷ রেল পুলিশ সূত্রে খবর, মেয়েটি সেই সময় যুবকের জামা টেনে ধরেন বলে অভিযোগ ৷ তবুও, যুবক নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন ৷ কিন্তু, ট্রেনের ধাক্কায় পাশের খড়ের গাদায় গিয়ে ছিটকে পড়েন তিনি ৷ আর যুবতীও অনেকটা দূরে ছিটকে যান ট্রেনের ধাক্কায় ৷
দেউলা স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত মরিয়ম খাতুন (ইটিভি ভারত) খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ সেখান থেকে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে ৷ মৃত যুবকের দাদা তথা মগরাহাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান হোসেন মোল্লার দাবি, সাবির এবং মরিয়মের মধ্যে মাত্র একসপ্তাহ আগে প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ বৃহস্পতিবার সন্ধেবেলা সাবির দেউলা স্টেশনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ৷ সেই সময়ই মরিয়ম তাঁকে ফোন করে ডেকেছিলেন ৷
দেউলা স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত সাবির মোল্লা ৷ (ইটিভি ভারত) ইমরান অভিযোগ করেছেন, তাঁর ভাইয়ের মৃত্যুর পিছনে নিশ্চয়ই কোনও কারণ রয়েছে ৷ মেয়েটি কেন সাবিরকে ফোন করে ডেকে নিয়ে গেলেন ? কেনই বা তাঁকে টেনে ধরলেন রেললাইনের মাঝে ৷ এসবের তদন্ত দাবি করেছেন ইমরান ৷ তবে, দু’জনের মধ্যে কোনও সমস্যা হয়েছিল, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা রেল পুলিশ তদন্ত করে দেখছে ৷