বোলপুর, 29 মে: তিনদিনের কর্মসূচিতে বোলপুরে আসছেন পুরীর 145তম শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী ৷ 5 থেকে 7 জুন পর্যন্ত তিনি শান্তিনিকেতনে থাকবেন ৷ বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তাঁর কর্মসূচির আয়োজন করা হয়েছে । বুধবার সাংবাদিক বৈঠক করে শঙ্করাচার্যের অনুষ্ঠানসূচির কথা জানালেন রাজ্যের আনন্দবাহিনীর অধ্যক্ষ নিভাপ্রকাশ ৷
তবে ঐতিহ্যবাহী তিন পাহাড়, তালধ্বজ-সহ বিশ্বভারতীর বেড়ায় শঙ্করাচার্যের পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে ৷ কারণ, ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন নিরাকার ব্রহ্ম আশ্রম হিসাবে পরিচিত ৷ বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে 'রাষ্ট্রোৎকর্ষ সম্মেলন' শীর্ষক প্রবচন, দীক্ষা দেওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ 5 থেকে 7 জুন পর্যন্ত চলবে এই অনুষ্ঠান ।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেয়েও যাননি পুরীর এই শঙ্করাচার্য ৷ বরং, তিনি বলেছিলেন, "মোদি রাম মন্দির উদ্বোধন করবেন, আর আমরা বসে হাততালি দেব ?" যে মন্তব্য ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনা হয়েছিল ৷