পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাত্রীরা নাচ করছেন, উড়ছে টাকা; কলেজের নবীন বরণের ভিডিয়ো ঘিরে বিতর্ক - NANOOR COLLEGE

ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন নানুর চণ্ডীদাস মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ আতাউর রহমান ৷ তাঁর কথায়, নবীন বরণ ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল ৷

nanoor college
চণ্ডীদাস মহাবিদ্যালয়ে নবীন বরণে উদ্দাম নৃত্য ছাত্রীদের (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2024, 2:12 PM IST

Updated : Nov 10, 2024, 3:27 PM IST

নানুর, 10 নভেম্বর:তৃণমূল ছাত্র পরিষদের আয়োজিত কলেজের নবীন বরণে নাচ করছেন ছাত্রীরা ৷ আর তাঁদের দিকে টাকা ছুড়ে দিচ্ছেন ছাত্ররা ৷ ছাত্রছাত্রীদের সঙ্গে চটুল নাচে অংশ নিতে দেখা গিয়েছে বহিরাগতদেরও । নানুরের খুঁজুটিপাড়ায় চণ্ডীদাস মহাবিদ্যালয়ের এমনই ভিডিয়ো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে ৷ 'কলেজে অপসংস্কৃতি'র বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি ৷

কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিলটন রশিদ বলেন, "ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে তৃণমূল । কবি চণ্ডীদাসের নামে কলেজ ৷ সেই কলেজের নাম কলুষিত করছে । বহিরাগতরা ঢুকে ছাত্রীদের সঙ্গে নাচ করছে ৷ ছাত্রীদের নিরাপত্তা কোথায় ? এ কোন রাজ্য, সংস্কৃতি ধ্বংসকারী দল তৃণমূল কংগ্রেস ।"

নানুর চণ্ডীদাস কলেজের ভিডিয়ো ঘিরে বিতর্ক (ইটিভি ভারত)

বোলপুরের বিজেপি নেতা শিশির দাসের কথায়, "শিক্ষার মান আর নেই এ রাজ্যে ৷ চাকরি পাচ্ছে না ৷ এরা দেখছে তৃণমূলের আমলে পড়াশোনা করে কিছু হবে না ৷ তাই এরা বার ডান্সারে পরিণত হয়েছে । টাকা উড়তে দেখা যায় বারে বা ক্লাবে ৷ আর এখানে কলেজে টাকা উড়ছে ৷ কলেজটা বারে পরিণত হয়েছে ।"

নবীন বরণ অনুষ্ঠান (নিজস্ব ছবি)

নানুরের খুঁজুটিপাড়া চণ্ডীদাস মহাবিদ্যালয়, কবি চণ্ডীদাসের নামে এই কলেজ ৷ এই কলেজের নবীন বরণের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে । তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত নবীন বরণে দেখা যাচ্ছে, ছাত্রছাত্রীদের উদ্যাম নৃত্য ৷ আর ছাত্রীদের লক্ষ্য করে টাকা ওড়াচ্ছে একাংশ যুবক ৷ এমনকি, ছাত্রীদের সঙ্গে বহিরাগতরাও নাচ করছেন ৷ যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

চণ্ডীদাস মহাবিদ্যালয় (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুবকেরা কলেজের ছাত্রীদের সঙ্গে নৃত্যে অংশ নেন ৷ চটুল সেই নৃত্যের ভিডিয়ো ঘিরে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ৷ ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন নানুর চণ্ডীদাস মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ আতাউর রহমান ৷ তিনি বলেন, "নবীন বরণ ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল ৷ তারপর যা ঘটেছে পুরোটাই আমার অজান্তে ৷ তবে আমরা সচেতন, আর এই ধরনের ঘটনা ঘটবে না সেটা কথা দিচ্ছি ৷"

Last Updated : Nov 10, 2024, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details