দুর্গাপুর, 25 জুন: বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে কাঁকসা থানার পানাগড়ের মীরেপাড়ার বাসিন্দা মহম্মদ হাবিবুল্লাকে গ্রেফতার করে এসটিএফ । কাঁকসা থানায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয় বলে জানানো হয় এসটিএফ-এর পক্ষ থেকে। এবার নদিয়ার মায়াপুরের মোল্লাপাড়ার এক বাসিন্দাকে উত্তর 24 পরগনার আমডাঙা থেকে জঙ্গি যোগে গ্রেফতার করা হল ৷ ধৃতের নাম হারেজ শেখ । জানা গিয়েছে, মহম্মদ হাবিবুল্লা মানকর কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সে।
মেধাবী এই ছাত্রের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের ওতপ্রোত যোগ খুঁজে পেয়েছেন এসটিএফের কর্তারা । তার বাড়ি থেকে ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়। দুর্গাপুর মহকুমা আদালতে তাকে তোলা হলে এসটিএফ 14 দিনের হেফাজতে পায় মহম্মদ হাবিবুল্লাকে। এসটিএফ কর্তারা এরপর উত্তর 24 পরগনার আমডাঙা থেকে গ্রেফতার করে হারেজ শেখকে । মঙ্গলবার তাকেও দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷