পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতাবাসীর জন্য সুখবর ! শহরে কমতে চলেছে বাণিজ্যিক করের হার - Commercial tax rates in kolkata

Commercial Tax Rates in Kolkata: বাণিজ্যিক কর প্রদানে অনীহা কাটাতে নয়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পৌরনিগম ৷ বাণিজ্যিক কর প্রদানের ক্ষেত্রে মিলতে পারে প্রায় 50 শতাংশ ছাড় ৷

ETV Bharat
কলকাতা পৌরনিগম

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 9:18 PM IST

কলকাতা, 31 জানুয়ারি: এক ধাক্কায় অনেকটাই কমতে পারে শহর কলকাতায় বাণিজ্যিক করের হার । এই কাঠামোয় বড় অঙ্কের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম। তবে সেটা প্রস্তাব আকারে পাঠানো হয়েছে নবান্নে। সেখানে সিলমোহর মিললে বেশ অনেকটাই ছাড় মিলবে বাণিজ্যিক করে। খানিক স্বস্তি পাবেন বাণিজ্যিক করদাতারা ৷

বর্তমানে কলকাতায় ইউনিট এরিয়া অ্যাসেসমেন্টের নিয়ম অনুসারে কর আদায় হয় । তবে এই নিয়ম বেশ কয়েকবছর চালু হলেও এখনও কয়েকলক্ষ করদাতারা তার আওতাধীন হননি ৷ বর্তমান সময়ে সম্পত্তির হিসেবে নাগরিকদের যে অর্থ দিতে হয় সেই কর যদি বাণিজ্যিক হয় তাহলে প্রায় 25 গুণ অতিরিক্ত টাকা গুনতে হয়। সাধারণ করদাতা এক বর্গ ফুটের জন্য 100 টাকা দিলে বাণিজ্যিক কর দাতাকে দিতে হয় 2500 টাকা । ফলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি দেখা যায় । এই পরিস্থিতিতে কলকাতা পৌরনিগমের সম্পত্তি কর মূল্যায়ণ বিভাগ প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্যিক করে প্রায় কমবেশি 50 শতাংশ ছাড় দেওয়ার ।

এই বিষয়ে এক আধিকারিক বলেন, "এই ছাড় দেওয়া হলে দু'টো কাজ হবে। প্রথমত, বাণিজ্যিক করদাতাদের করের বোঝা অনেকটা কমবে । ফলে কর ফাঁকির প্রবণতা কমবে । আর সেটা হলে বাণিজ্যিক কর বাবদ কোষাগারে বিপুল টাকা আয় হবে । যদিও গোটা পরিকল্পনা এখন প্রস্তাব আকারে নবান্নের কাছে পাঠানো হয়েছে । তাদের তরফে সিলমোহর মিললে আগামী অর্থবর্ষ থেকেই বাস্তবায়ন হবে এই নয়া সিদ্ধান্ত ।"

সম্প্রতি সাধারণ সম্পত্তির ক্ষেত্রে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্টে করের বিষয় সরলীকরণ করা হয়েছে । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, শহরে এখন করদাতার সংখ্যা প্রায় 9 লাখের কাছাকাছি । তাদের মধ্যে আড়াই থেকে তিন লক্ষ করদাতাকে নয়া কর পদ্ধতির আওতায় আনা হয়েছে । ধাপে ধাপে বাকিদেরও আনা হবে। তবে সাধারণ সম্পত্তি করের সঙ্গে বাণিজ্যিক করের টাকায় পরিমাণ বিরাট ফারাক থাকায় বাণিজ্যিক কর প্রদানকারীদের কর দিতে বেশি অনীহা দেখা যায়। নয়া সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অনেকটাই অনীহা কাটবে বলে আশা করছেন পৌরকর্তারা ।

আরও পড়ুন :

  1. কর ফাঁকি আটকাতে কড়া পৌরনিগম, কলকাতায় বাড়ছে বাণিজ্যিক জোনের সংখ্যা
  2. 4716 কোটি টাকার জাল জিএসটি চালান ব়্যাকেটের পর্দা ফাঁস করল রাজ্য বাণিজ্যিক কর বিভাগ
  3. হয়রানি কমছে ক্রেতাদের, ফ্ল্যাট-বাড়ি কেনার আগে সম্পত্তি কর নিয়ে বড় সিদ্ধান্ত মেয়রের

ABOUT THE AUTHOR

...view details