পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় ছাত্রীর মৃত্যু, পুলিশের বিরুদ্ধে সরব তৃণমূল বিধায়ক - ROAD ACCIDENT IN BOLPUR

বান্ধবীর সঙ্গে স্কুটিতে যাচ্ছিলেন কলেজ ছাত্রী ৷ সেই সময় দ্রুত গতিতে আসা ট্রাক্টর ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রীর ৷

Bolpur Road Accident
ঘাতক ট্রাক্টর, ইনসেটে মৃত ছাত্রী (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 4:38 PM IST

Updated : Nov 6, 2024, 4:43 PM IST

বোলপুর, 6 নভেম্বর: সোনাঝুরিতে বেআইনি মাটি বোঝাই বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু ৷ মৃত ছাত্রীর নাম স্নেহা চৌধুরী (21)। এই ঘটনায় শান্তিনিকেতন থানার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের !

জানা গিয়েছে, বান্ধবীকে নিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন স্নেহা । সেই সময় বেপরোয়া ভাবে একটি ট্রাক্টর তাঁদের ধাক্কা মারে ৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান দুই ছাত্রী । অভিযোগ, তাঁদের হাসপাতাল নিয়ে যেতে কেউ সাহায্য করেনি ৷ সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন নানুরের বিধায়ক বিধান মাঝি । তাঁর গাড়ি করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে ৷ তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন ৷

ট্রাকের ধাক্কায় ছাত্রীর মৃত্যুতে পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল বিধায়ক (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রের খবর, শান্তিনিকেতনের শ্যামবাটির দিক থেকে আমারকুটিরের দিকে স্কুটি নিয়ে যাচ্ছিলেন দুই ছাত্রী ৷ সেই সময় সোনাঝুরির খোয়াই হাটের রাস্তায় একটি মাটি বোঝাই ট্রাক্টর বেপরোয়াভাবে আসছিল ৷ গতি অত্যধিক থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি ধাক্কা মারে স্কুটি আরোহী দুই ছাত্রীকে ৷ এই ঘটনায় স্নেহা চৌধুরী (21) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে । মৃত ছাত্রী বোলপুর কলেজের ইংরাজি বিভাগের দ্বিতীয় বর্ষ । গুরুতর আহত হয়েছেন তাঁর বান্ধবী সেঁজুতি দে । তিনিও বোলপুর কলেজের ছাত্রী ৷ তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

অভিযোগ, ঘটনার পরেই বেগতিক দেখে পালিয়ে যায় ট্রাক্টর চালক ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পথচলতি মানুষের কাছে কোনও সাহায্য পাননি আহত ছাত্রী ৷ সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন নানুরের বিধায়ক বিধান মাঝি । তিনি নিজের গাড়ি করে দুই ছাত্রীকে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠান ৷ পরে চিকিৎসকরা স্নেহাকে মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে ।

এই ঘটনায় শান্তিনিকেতন থানার পুলিশের বিরুদ্ধে সরব হন তৃণমূল বিধায়ক ৷ তিনি বলেন, "খুব বেদনাদায়ক ঘটনা ঘটতে দেখলাম ৷ কোনও গাড়ি, টোটো দাঁড়ায়নি তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ৷ আমি গাড়ি দিয়ে পাঠালাম ৷ শুনলাম ছাত্রীটির মৃত্যু হয়েছে । আমি লক্ষ্য করেছি, যেভাবে এই রাস্তায় অবৈধ বালি ভর্তি, মাটি ভর্তি ট্রাক্টর যায়, তাতে আরও দুর্ঘটনা ঘটতে পারে ৷ এগুলি পুলিশের দেখা উচিত ৷ সোনাঝুরির রাস্তার দু'দিকে পুলিশি পিকেট বসিয়ে নজর রাখা উচিত ।"

প্রসঙ্গত, কোপাই নদী থেকে বেআইনিভাবে বালি তোলা ও নদীর পাড় কেটে মাটি তোলার অভিযোগ দীর্ঘদিনের ৷ আর সোনাঝুরির হাটের রাস্তা দিয়েই সেসব ট্রাক্টর যাতায়াত করে ৷ এই সোনাঝুরিতে দিনে হাজারো পর্যটকের আনাগোনা । তাই এই ঘটনার পর ট্রাক্টর নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ।

Last Updated : Nov 6, 2024, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details