পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'কোন কাজটা করিনি, কোন সমবেদনা জানাইনি ?', আরজি কর-কাণ্ডে বিরোধীদের তুলোধনা মমতার - RG Kar Doctor Rape and Murder Case

Mamata Banerjee on RG Kar Doctor Incident: স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চ থেকেই আরজি কর কাণ্ড নিয়ে বামফ্রন্ট, বিজেপি, কংগ্রেস, সিপিএম- বিরোধী সব দলের আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি ও তাঁর প্রশাসন সবদিক দিয়ে চেষ্টা করা সত্ত্বেও এই তদন্ত করছে সিবিআই ৷ এরই সঙ্গে তিনি চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন ৷

CM Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 8:24 PM IST

Updated : Aug 15, 2024, 7:54 AM IST

কলকাতা, 14 অগস্ট: স্বাধীনতার মধ্য রাতে রাজ্যের মহিলারা 'রাত দখল' করতে নামছে ৷ তার আগে বুধবার সন্ধ্যায় আরেক প্রতিবাদ শোনা গেল বেহালায় মুখ্যমন্ত্রী মমতার গলায় ৷ আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলি নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এই প্রসঙ্গে তিনি জানালেন, নির্দোষ কাউকে প্রমাণ ছাড়া কিছু করা যায় না ৷ এদিন তিনি আরও দাবি করেন, 24 ঘণ্টার মধ্যে আসল দোষী অর্থাৎ সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ ৷ পাশাপাশি তিনি চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছেন ৷

কলকাতা পুলিশের যে দলটি আরজি করে মৃত মহিলা চিকিৎসকের তদন্ত করছিল, তারা বিশ্বের অন্যতম সেরা দল বলে দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো ৷ তিনি রবিবার পর্যন্ত সময় চেয়েছিলেন ৷ কিন্তু তার আগেই তা সিবিআইকে দিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ থাকলেও রাজ্য সরকার সিবিআই-এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে বলে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী ৷

মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর এদিন এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে বহাল হয়েছে সিবিআই ৷ এদিন তারা অভিযুক্ত সঞ্জয় রায়কে হেফাজতে নিয়েছে ৷ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চারতলায় সেমিনার হলে পৌঁছে তথ্যপ্রমাণ জোগাড় করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ রাম-বাম নির্বিশেষে বিরোধীদের চাপের মুখে পড়েছে তৃণমূল সরকার ৷

এই পরিস্থিতিতে নিজের ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বেহালার মেন্টনে প্রাক স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় মঞ্চ থেকে তিনি সিপিএম, বিজেপি, কংগ্রেসকে তুলোধনা করলেন ৷ সরাসরি প্রশ্ন তুললেন, "আপনারাই বলুন, কোন কাজটা করিনি, কোন সমবেদনা জানাইনি ? ঘটনার দিন ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম ৷ পুলিশের সঙ্গে দফায় দফায় কথা হয়েছে আমার ৷ আমি এবং কলকাতা পুলিশ কমিশনার রাত জেগেছি ৷ সেদিনই মৃতার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছি ৷ তারপরেও বলা হচ্ছে আমরা কিছু করিনি ৷"

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়েও দাবি তুলেছে হাসপাতালের আন্দোলনরত জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা ৷ এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনও ক্ষতিপূরণের কথা জানায়নি ৷ এনিয়ে মমতা বলেন, "আমি বলেছিলাম, আপনাদের প্রতি তো আমাদের একটা কর্তব্য আছে ৷ আপনারা যদি মেয়েটির নামে কিছু করতে চান, তাহলে যা টাকা লাগবে, আমরা দেব ৷ আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে ৷ কিন্তু ওঁর মা আমায় যেটা বলেছেন, আগে মেয়ের বিচার হোক, তারপর আপনাকে বলব ৷"

বামফ্রন্ট-বিজেপিকে এক সরণিতে রেখে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "যাঁরা বলতেন ইয়ে আজাদী ঝুটা হে, তারা কী বুঝবে স্বাধীনতার মূল্য ? বাম আমলে দুই-এক বছর বাদে স্বাধীনতা দিবস পালন করা হয়নি ৷ তার মধ্যে এক বছর আবার উলটো পতাকা তোলা হয়েছিল ৷ আর বিজেপি স্বাধীনতা সময় কোথায় ছিল ! তখন তো তাদের জন্মই হয়নি। তাদের মুখেই বড় বড় কথা ৷"

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র, সিনিয়র চিকিৎসকরা ৷ কলকাতায় স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বলা যায় ৷ অন্যদিকে মহিলা চিকিৎসকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ এতে গভীর ষড়যন্ত্র দেখছে রাম, বাম নির্বিশেষে সব রাজনৈতিক দল ৷

মুখ্যমন্ত্রী বলেন, "শুধু তদন্তের নির্দেশ দিয়ে আমি চুপ করে বসে থাকিনি ৷ সারারাত প্রতি মিনিটে মিনিটে খবর নিয়েছি ৷ পুলিশ আধিকারিকরা ভিকটিমের মৃতদেহও নিয়ে যান এবং তদন্তের সময় ডিএনএ, সিসিটিভি ফুটেজ, নমুনা পরীক্ষা - সবকিছুই করা হয়েছিল ৷ 12 ঘণ্টার মধ্যে আসল খুনিকে গ্রেপ্তার করা হয়েছিল ৷"

তিনি বলেন, "যে কোনও তদন্তের জন্য আপনাকে সময় দিতে হবে ৷ রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলাম ৷ সঠিক তদন্ত ছাড়া কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না ৷ আমি সিনিয়র এবং জুনিয়র সব ডাক্তারকে সম্মান করি ৷ সঠিক তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না ৷ এই ঘটনার তদন্তে কলকাতা পুলিশের সেরা দল কাজ করছিল ৷ তদন্তে তারা ইতিমধ্যেই 34 জনকে ডেকেছিল ৷ আরও লোক তাদের তালিকায় ছিল ৷ আমরা ঠিক এই তদন্তের কিনারা করতাম ৷ কিন্তু হাইকোর্ট হস্তক্ষেপ করে মামলাটি সিবিআই এর কাছে স্থানান্তরিত করেছে ৷"

Last Updated : Aug 15, 2024, 7:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details