পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশ পরিস্থিতি পর্যালোচনায় নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর, দিলেন একগুচ্ছ নির্দেশ - Mamata on Bangladesh Issue - MAMATA ON BANGLADESH ISSUE

Mamata Banerjee on Bangladesh Unrest: পড়শি দেশে অস্থিরতা বৃদ্ধিতে রাজ্য নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পর্যালোচনা বৈঠকের শেষে একাধিক নির্দেশিকা দিলেন জেলার উচ্চ পদস্থ আধিকারিকদের ৷

mamata Banerjee
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 6, 2024, 10:45 PM IST

কলকাতা, 6 অগস্ট: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাংলাদেশ তৈরি হওয়া পরিস্থিতি পরবর্তী পর্যায়ে কী করণীয় তা নিয়ে মঙ্গলবার পর্যালোচনা বৈঠক করলেন তিনি । এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, ডিজি রাজীব কুমার ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ৷ এই বৈঠক থেকে পুলিশকে একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷

বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পর্যালোচনা বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । এই বৈঠকে সীমান্তবর্তী এলাকায় যাতে আইন-শৃঙ্খলা ঠিক থাকে তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে । পশ্চিমবঙ্গের যে জেলাগুলির মধ্যে দিয়ে বাংলাদেশ সীমান্ত গিয়েছে সেই জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে ৷ প্রতিনিয়ত যেন এই জেলাগুলির ঘটনাক্রম নিয়ে রিপোর্ট নবান্নকে পাঠানো হয় এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে ৷

এছাড়াও, বর্তমান পরিস্থিতিতে যারা বাংলাদেশ থেকে আসছেন এই সীমান্তবর্তী জেলা হয়ে এবং যারা বাংলাদেশের যাচ্ছেন তাদের সম্পর্কে একটা নথিবদ্ধ ডেটাব্যাঙ্ক যেন তৈরি করা হয় তার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব । মালদা, কোচবিহার, দুই দিনাজপুরের সামগ্রিক এই আইনশৃঙ্খলার বিষয় নিয়েও এদিন আলোচনা হয়েছে । এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যের কাছে যে নির্দেশে এসেছে সে বিষয়টি নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে ।

প্রসঙ্গত, এই দিনের বৈঠকের পর রাজ্য পুলিশের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে । যেখানে পুলিশের তরফ থেকে সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয়েছে । সেখানে বলা হয়েছে, কিছু স্থানীয় টিভি চ্যানেল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং করছেন তা অত্যন্ত দৃষ্টিকটু, সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী । দর্শকদের অনুরোধ এই ধরনের কভারেজ দেখার সময় নিজস্ব বিচার বিবেচনা প্রয়োগ করুন ৷ মাথায় রাখতে হবে এই সমস্ত চ্যানেলে দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনও নিরপেক্ষ তৃতীয় সংস্থা দ্বারা যাচাই করা নয় । একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না । শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন ।

ABOUT THE AUTHOR

...view details