পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরিত্যক্ত রেল কোয়ার্টারে উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রের দেহ, নেপথ্যে অনলাইন গেম!

Student unnatural death in Behala: নামী ইংরেজি মাধ্য়ম স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছিল অংশুমান ৷ পাড়ার বিশেষ কারও সঙ্গে মিশত না ৷ রবিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ এরপর গতকাল তাঁর দেহ পাওয়া যায় পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে ৷

ETV Bharat
বেহালায় পরিত্যক্ত রেলের কোয়ার্টারে মিলল ছাত্রের দেহ

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 1:39 PM IST

Updated : Mar 13, 2024, 1:54 PM IST

কলকাতার বেহালায় রেল কোয়ার্টারে মিলল দ্বাদশ শ্রেণির পড়ুয়ার দেহ

বেহালা, 13 মার্চ: পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে উচ্চমাধ্যমিক পড়ুয়ার দেহ উদ্ধার করল বেহালা থানার পুলিশ ৷ মৃত ছাত্রের নাম অংশুমান সিং (20) ৷ তাঁর বাড়ি বেহালার কেদার চ্যাটার্জি রোডে ৷ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ স্থানীয় সূত্রে খবর, ইংরেজি মাধ্য়ম বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির পড়ুয়া অংশুমান অনলাইন গেম খেলায় আসক্ত হয়ে পড়েছিল ৷ এই গেম খেলায় তাঁর প্রচুর দেনাও হয়ে গিয়েছিল ৷ প্রতিবেশীরা জানায়, অংশুমান সিং এবছর দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিল ৷ শহরের একটি নামজাদা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত অংশুমান ৷ স্থানীয়দের অনুমান, ছাত্রটি আত্মঘাতী হয়েছে ৷

বাবা ছোটখাটো ব্যবসা করলেও ছেলেকে ছেলের পড়াশোনায় কোনও খামতি রাখেননি ৷ তাদের বাড়ির পাশেই পরিত্যক্ত রেলের কোয়ার্টার আছে ৷ সেখানে চারতলা থেকে অংশুমানের দেহ খুঁজে পায় পুলিশ ৷ এক প্রতিবেশীর কথায়, "রবিবার রাত থেকে নিখোঁজ ছিল অংশুমান ৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৷ ফলপ্রকাশ বাকি আছে ৷"

জানা গিয়েছে, প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় অংশুমানের চার বন্ধুকে বেহালা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে ৷ প্রতিবেশী এক মহিলা বলেন, "ছেলেটির বাবা অনেক কষ্ট করেই সংসার চালায় ৷ বাইপাসের ধারে ফুটপাথে তাঁর দোকান আছে ৷ সেখানে তিনি বিস্কুট-সহ আরও অনেক কিছু বিক্রি করেন ৷ ছেলেটি প্রচুর দেনা করেছিল ৷ ওর বাবা-মা খুবই ভালো ৷ ছেলেটি পাড়ায় কারও সঙ্গে মেলামেশা করত না ৷"

এদিকে কলকাতার কাছে উত্তর 24 পরগনার নিমতার রবীন্দ্রপল্লিতে একটি হাড়হিম করা হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে ৷ সেখানে এক ব্যবসায়ীর মাথায় উইকেট স্টাম্পের আঘাত করা হয় । পরে ব্যবসায়ীর দেহ জলের ট্যাংকের পাশে বস্তাবন্দি করে পুঁতে, তার উপর দিয়ে পাঁচিল তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ মৃত ওই ব্যবসায়ীর নাম ভাবো লাখানি ৷ তিনি কলকাতার ভবানীপুরের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে ৷ ঘটনায় মৃতের দুই ব্যবসায়িক অংশীদার অনির্বাণ গুপ্ত ও সুমন দাসকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় বালিগঞ্জ ও নিমতা থানার পুলিশ যৌথ উদ্যোগে তদন্তে করছে ৷

আরও পড়ুন:

  1. নিমতায় খুন কলকাতার ব্যবসায়ী, বস্তাবন্দি দেহ পুঁতে তোলা হয়েছিল পাঁচিল
  2. 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন! অর্ধনগ্ন দেহ মিলল নদীর তীরে
  3. স্ত্রীকে খুন করে 100 ডায়াল, পুলিশের কাছে ধরা দিল অভিযুক্ত স্বামী
Last Updated : Mar 13, 2024, 1:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details