কলকাতা, 13 এপ্রিল: বাংলা বছরের শেষ দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও মেয়ে আজানিয়াকে নিয়ে কালীঘাটে গিয়ে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তাঁর অপর ভাতৃবধূ তথা কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়ও। প্রত্যেক বছরই বছরের শেষদিনে কালীঘাটে যান মুখ্যমন্ত্রী। এবছরও তার ব্যতিক্রম হয়নি। পুজো শেষে কালীঘাট মন্দিরের বাইরে নির্মীয়মাণ স্কাইওয়াকের কাজ শেষ হওয়ার সময়সীমাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, অগস্টের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে ।
ভোটের প্রচারে উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে এদিনই ফেরেন তিনি। এরপর সন্ধ্যা সাতটা নাগাদ সেখান থেকে কালীঘাট মন্দিরে যান। প্রথমে তিনি যান নকুলেশ্বর ভৈরব মন্দিরে। সেখানে শিবের মাথায় জল ঢেলে পরবর্তীতে তিনি পৌঁছন কালীঘাটে মায়ের মন্দিরে। এদিন কালীঘাটের মন্দিরে বেশ কিছুক্ষণ ছিলেন মুখ্যমন্ত্রী তার সঙ্গে সর্বক্ষণ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা।
আজ ছিল চৈত্র সংক্রান্তি ৷ এই চৈত্র সংক্রান্তির দিনে রাজ্যের মানুষের কল্যাণে মায়ের মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট মন্দির সূত্রে খবর, মুখ্যমন্ত্রী যে এদিন কালীঘাট আসবেন সেই খবর আগে থেকেই ছিল মন্দির কর্তৃপক্ষের কাছে। আর সে কারণে পুরো মন্দির চত্বর নিরাপত্তার চাদরে মোড়া হয়েছিল। মুখ্যমন্ত্রী আসার আগেই তাই প্রস্তুতি অনেকটা সেরেও রেখেছিল মন্দির কর্তৃপক্ষ ৷ নির্দিষ্ট সময়, অন্যান্য দর্শনার্থীদের পুজো দেওয়া বন্ধ রাখা হয়েছিল ৷