পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রেসিডেন্সির অনুষ্ঠানে শ্লীলতাহানির অভিযোগ, গান থামিয়ে মঞ্চ ছাড়লেন পটা - CHAOS AT PRESIDENCY PNIVERSITY

ছাত্রীর শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে শেষ পর্যন্ত গান থামিয়ে মাঝপথেই মঞ্চ থেকে নেমে যান সঙ্গীত শিল্পী পটা ওরফে অভিজিৎ বর্মণ ও তাঁর দল।

Presidency University
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2025, 7:45 AM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি:প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মাইক হাতে মঞ্চে একের পর এক গাইছেন সঙ্গীত শিল্পী পটা। কিন্তু, আচমকাই তাল কাটল অনুষ্ঠানের। শিল্পী থাকাকালীন মঞ্চে উঠে পড়েন এক তরুণী। মাইক হাতে শ্লীলতাহানির অভিযোগ তোলেন তিনি। এর পাশাপশি উদ্যোক্তাদের বিরুদ্ধেও অভিযোগ শোনা যায় তার মুখে। তরুণীর অভিযোগ, সব কিছু জানলেও এই বিষয়ে কোনও প্রতিবাদ করেননি উদ্যোক্তারা। অভিযোগ যিনি করেছেন, তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া ৷ ছাত্রীর শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে শেষ পর্যন্ত গান থামিয়ে মাঝপথেই মঞ্চ থেকে নেমে যান সঙ্গীত শিল্পী পটা ওরফে অভিজিৎ বর্মণ ও তাঁর দল। বাতিলই হয়ে যায় সঙ্গীতানুষ্ঠানটি ৷

এই ঘটনায় ইতিমধ্যেই জোড়াসাঁকো থানায় অভিযোগ জমা পড়েছে ৷ অভিযোগ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বহিরাগতদের (প্রাক্তনী) অভব্যতার শিকার হয়েছেন। এই অভিযোগ ঘিরে আইসি এবং এসএফআই-এর বাদানুবাদে মাঝপথে বন্ধই হয়ে যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সঙ্গীতানুষ্ঠান ৷

প্রতিবারের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশন অর্থাৎ আইসি। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের বামেদের ছাত্র সংগঠন এসএফআই প্রথমে আইসি-র সদস্যদের বিরুদ্ধে অভব্য ব্যবহার করার অভিযোগ তোলে। অভিযোগ ওঠে, আয়োজকদের মধ্যে এক প্রাক্তনী অনুষ্ঠান দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর গায়ে ধাক্কা দেয়।।তার প্রতিবাদ করায় সে অসভ্য আচরণ করেন।

এই বিষয়ে মূল অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অহন কর্মকার বলেন, "আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ফেস্টে অন্যান্য প্রাক্তনী যেমন যায় আমারও তেমন গিয়েছিলাম। এসএফআই সমর্থিত বর্তমান ছাত্র-ছাত্রীরা স্টেজের পিছনে নিয়ে গিয়ে আমায় মারধর শুরু করে। আমার সঙ্গে থাকা অন্যান্য মহিলাদের শারীরিক নির্যাতন করেন। এসএফআই-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। "

যদিও এই এই অভিযোগের পাল্টা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠনের ছাত্রনেতা বিতান ইসলাম বলেন, "আমাদের বিরুদ্ধে যা অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। ওরা আমাদের সবার বিরুদ্ধে অভিযোগ করেছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের নাম উল্লেখ করে আমরা অভিযোগ দায়ের করেছি।"

আরও পড়ুন
রাতে বিছানার উপর ভেঙে পড়ল ছাদ ! হিন্দু হস্টেলে আতঙ্কে ছাত্ররা
স্থায়ী উপাচার্য পেল বঙ্গের 6 বিশ্ববিদ্যালয়, মুখ্যমন্ত্রীর সুপারিশেই সিলমোহর রাজভবনের

ABOUT THE AUTHOR

...view details