পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তাঁর চিঠির পরই গঙ্গা ভাঙন পরিদর্শনে বলাগড়ে কেন্দ্রের টিম, আশাবাদী রচনা - GANGA EROSION IN BALAGARH

গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মতো জিএফসিসি'র তিন সদস্যের প্রতিনিধি দল পটনা থেকে বলাগড়ে আসেন ।

Ganga erosion in Balagarh
গঙ্গা ভাঙন প্রতিরোধ নিয়ে আশাবাদী হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2025, 6:47 PM IST

বলাগড়, 16 জানুয়ারি: হুগলির বলাগড়ে গঙ্গা ভাঙন এলাকা পরিদর্শন করল গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের (জিএফসিসি) তিন সদস্যের প্রতিনিধি দল ৷ ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে কেন্দ্রকে রিপোর্ট জমা দেবেন তাঁরা ৷ এমনটাই জানিয়েছেন কেন্দ্রের প্রতিনিধিরা । এরপরেই ভাঙন প্রতিরোধে পদক্ষেপ নিয়ে আশাবাদী হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ৷

লোকসভা ভোটে বলাগড়ের ভাঙন নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন হুগলির সাংসদ ৷ রচনা বন্দ্যোপাধ্যায় জানান, মানুষের দাবি মতো কেন্দ্রের কাছে চিঠি লিখে বিষয়টি তিনি তুলে ধরেন । তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রের একটি দল বলাগড়ে ভাঙন প্রবণ এলাকা ঘুরে দেখল বৃহস্পতিবার । পাশাপাশি এদিন গুপ্তিপাড়া ফেরিঘাট লাগোয়া স্বাস্থ্য কেন্দ্রে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল ও হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় । গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন, রাজ্যের তরফে সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও নদী বিশেষজ্ঞ-সহ জেলার আধিকারিকরা উপস্থিত ছিলেন ওই বৈঠকে ।

বলাগড়ে গঙ্গা ভাঙন পরিদর্শনে কেন্দ্রের টিম (নিজস্ব ভিডিয়ো)

বলাগড় ব্লকের গুপ্তিপাড়া, বলাগড়, জিরাট, ভবানীপুর, মিলনগড়, চরকৃষ্ণবাটি,খয়রামারি-সহ বিস্তীর্ণ এলাকা গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত । ভাঙনের ফলে বাড়ি, চাষের জমি, স্কুল, রাস্তা, জলের তলায় গিয়েছে । ভাঙন রোধ না হলে আরও ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছিলেন সাধারণ মানুষ । সেই কথা মাথায় রেখেই এদিন জিএফসিসি'র ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার,এডি দীপক কুমার ও এডি রোশন কুমার পটনা থেকে বলাগড়ে আসেন । ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন তাঁরা ৷

এ বিষয়ে জিএফসিসির ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার বলেন, "আমরা গঙ্গার ভাঙন দেখতে এসেছি । সাংসদ এটা নিয়ে বলেছিলেন । আমাদের দফতরে চিঠিও দিয়েছিলেন । তাই আমাদের চেয়ারম্যান আমাদের পাঠিয়েছেন এখানে । একটা রিপোর্ট তৈরি করব এলাকার মানুষের সঙ্গে কথা বলে ।"

হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "আমি যখন প্রচারে এসেছিলাম, তখনই দেখেছিলাম বিশাল এলাকা জুড়ে গঙ্গার ভাঙন । এটা একটা বড় সমস্যা । গ্রামের মানুষ খুবই সমস্যায় রয়েছে এই ভাঙনের ফলে । আমি কথা দিয়েছিলাম যদি আমি সাংসদ হই তাহলে কিছু করার চেষ্টা করব । লোকসভায় আওয়াজ তুলব । এত তাড়াতাড়ি সাড়া পেয়েছি । তাই ধন্যবাদ জানাই দিল্লিকে এবং মুখ্যমন্ত্রীকে । আমি চেষ্টা করছি, দেখা যাক কী হয় ।"

ABOUT THE AUTHOR

...view details