সন্দেশখালি, 1 মে: ফের সন্দেশখালিতে সিবিআইয়ের অ্যাকশন ৷ বুধবার সিবিআইয়ের পৃথক দুটি তদন্তকারী দল এখানে এসেছে ইডির উপর হামলার ঘটনার তদন্ত করতে । সূত্রের খবর, এ দিন সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল সরবেড়িয়ার আকঞ্জিপাড়ায় শাহজাহানের মেজো ভাই শেখ সিরাজউদ্দিনের খোঁজে তাঁর বাড়িতে যায় । যদিও বাড়ির মূল গেটে তালা দেওয়া ছিল । অনেক ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ না মেলায় শেষমেশ সিরাজউদ্দিনের সাদা রঙের ঝাঁ চকচকে বাড়ির বাইরের দেওয়ালে নোটিশ সাঁটিয়ে দিয়ে আসে তাঁরা ।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, আগামী 3 মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে শেখ শাহজাহানের 'ফেরার' ভাই সিরাজউদ্দিনকে । এর আগেও সন্দেশখালিকাণ্ডে তাঁকে তলব করেছিল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । বেশ কয়েকবার তলব করা হলেও তিনি তাতে সাড়া দেননি । এরপরই ইডির তরফে তাঁর নামে লুকআউট নোটিশ জারি করা হয় । সন্দেশখালিকাণ্ডের পরপরই গা ঢাকা দেন শাহজাহানের মেজো ভাই শেখ সিরাজউদ্দিন । বিভিন্ন জায়গায় তাঁর সন্ধানে তল্লাশি চললেও কোনও হদিশ মেলেনি এখনও পর্যন্ত ।
সন্দেশখালিকাণ্ডে শাহজাহান এবং তাঁর ছোট ভাই শেখ আলমগীর ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন । তাঁরা বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন । কিন্তু আরেক ভাই শেখ সিরাজউদ্দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ধরাছোঁয়ার বাইরে । তদন্তকারীদের অনুমান, তিনি অন্য কোথাও পালিয়ে গিয়েছেন ।
প্রসঙ্গত, শাহজাহানের মতো শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধেও এলাকায় জোর করে জমি দখল, সেই জমিতে মাছের ভেড়ি বানানো, ভয়, সন্ত্রাস-সহ একাধিক অভিযোগ রয়েছে । এ নিয়ে গ্রামবাসীরা সরবও হন । তাঁর গ্রেফতারের দাবিতে দিনের পর দিন অগ্নিগর্ভ হয়েছিল সন্দেশখালির বেড়মজুর পঞ্চায়েত এলাকা । প্রশাসনের পক্ষ থেকে এলাকায় যে সহায়তা কেন্দ্র করা হয়েছিল তাতেও একের পর এক অভিযোগ জমা পড়ে সিরাজউদ্দিনের নামে । তবে এতকিছুর পরও তাঁর নাগাল পাননি কেন্দ্রীয় তদন্তকারীরা । তারই মধ্যে বুধবার 'ফেরার' সিরাজউদ্দিনের আকঞ্জিপাড়ার বাড়িতে নোটিশ সাঁটাল সিবিআই ।
এ দিকে সিরাজউদ্দিনকে না পেয়ে এ দিন সিবিআইয়ের অন্য একটি দল শাহজাহান ঘনিষ্ঠ সিরাজুল মীরের বাড়িতে যান তাঁর সন্ধানে । কিন্তু সিরাজুলকেও পাওয়া যায়নি । এরপর তাঁর পরিবারের এক সদস্যের হাতে নোটিশ দিয়ে তাঁকে সিজিও কমপ্লেক্সে দেখা করতে বলা হয় । আগামী 6 মে সিরাজুলকে কেন্দ্রীয় তদন্তকারীদের মুখোমুখি হতে বলা হয়েছে । এমনটাই খবর সিবিআই সূত্রে ।
অন্যদিকে সরবেড়িয়া বাজারে শেখ শাহজাহান মার্কেটেও এ দিন সিবিআইয়ের আধিকারিকরা যান তদন্তের স্বার্থে । সেখানেও শাহজাহান ঘনিষ্ঠ এক দোকানদারকে জেরা করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে । সবমিলিয়ে সন্দেশখালিকাণ্ডের তদন্তে এ দিন দিনভর অ্যাকশনে দেখা গেল সিবিআইয়ের আধিকারিকদের ।
আরও পড়ুন:
- শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি ইডির
- সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে ফের তলব ইডির
- প্রকাশ্যে শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের কীর্তি, জনরোষে পালিয়ে বেড়াচ্ছেন বেড়মজুরের 'ত্রাস'