আলিপুরদুয়ার, 30 মে: পর্যটকদের জন্য দারুণ খবর ৷ বক্সা ব্যাঘ্র প্রকল্পে চালু হল এখন থেকে ক্যাশলেস পরিষেবা । এবার থেকে পকেটে বেশি টাকা না নিয়ে জঙ্গলে ঘুরতে এলেও চলবে পর্যটকদের । শুধু সঙ্গে থাকতে হবে ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ৷ বন দফতরের তরফে পরীক্ষামূলকভাবে টিকিট কাউন্টারে অনলাইন এই পেমেন্ট গ্রহণের কাজ শুরু হয়েছে । পর্যটকদের সুবিধার্থেই জঙ্গল ভ্রমণে ক্যাশলেস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ ।
জানা গিয়েছে, এখন থেকে পর্যটকরা এটিএম কার্ড সোয়াইপ করে অথবা কিউআর কোড স্ক্যান করে বক্সা ব্যাঘ্র প্রকল্পে প্রবেশ করতে পারবেন ৷ এছাড়া জঙ্গল সাফারির পারমিটের মূল্য চোকাতে পারবেন । এই নতুন পদ্ধতিটি রাজাভাতখাওয়া টিকিট কাউন্টারে পাওয়া যাবে । দেশীয় ও বিদেশি পর্যটকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে ক্যাশলেস পরিষেবা চালুর দাবি এসেছিল । পর্যটকদের সেই দাবিকে মান্যতা দিয়ে তাঁদের সুবিধা বৃদ্ধি এবং অর্থ লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করাই ছিল বন দফতরের প্রধান লক্ষ্য । সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ।