পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর হাসপাতালে বিকল ক্যানসার নির্ণায়ক যন্ত্র - RG KAR HOSPITAL

শহরের অন্যতম প্রধান হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগে ভোগান্তি চরম আকার নিয়েছে। আরজি কর হাসপাতালের ক্যানসার রোগ নির্ণয়ের যন্ত্র কাজ করছে না ৷ ফলে, সমস্যায় পড়ছেন রোগীরা।

RG KAR MEDICAL HOSPITAL
আরজি কর হাসপাতাল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2025, 5:56 PM IST

Updated : Feb 16, 2025, 9:31 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: ফের শিরোনামে আরজি কর। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের মেশিন খারাপ হওয়ায় বন্ধ ক্যানসার-সহ বিভিন্ন জটিল রোগের পরীক্ষা। সমস্যায় পড়ছেন রোগীরা। এখানে পরীক্ষা করাতে এলে রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

সমস্যার কথা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন চিকিৎসকরা। মূলত এই যন্ত্রের সাহায্যে ক্যানসার বাও মার্কার-সহ বিভিন্ন হরমোন ও ভিটামিন জাতীয় পরীক্ষা করা হয়। কিন্তু সেই মেশিনে অকেজো হয়ে পড়ে আছে বর্তমানে। আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে বায়ো কেমিস্ট্রি বিভাকে দু'টি যন্ত্র রয়েছে। সেখানে বড় যে মেশিনটি রয়েছে তাতে ক্যানসার-সহ বিভিন্ন হরমোন টেস্ট করা হয়। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে এই মেশিন খারাপ হয়ে গিয়েছে। যার ফলে বর্তমানে এই সমস্ত টেস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হচ্ছে না।

অ্যানেস্থিশিয়া বিভাগের এক চিকিৎসক চিঠি করে সতর্ক করেছিলেন (ইটিভি ভারত)

অন্যদিকে, আরেকটি যে ছোট মেশিন রয়েছে তারও রি-এজেন্ট বন্ধ হয়ে গিয়েছে। যদিও এবিষয়ে আগে থেকেই কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন চিকিৎসকরা। সেপ্টেম্বর মাসেই কর্তৃপক্ষকে অ্যানেস্থিশিয়া বিভাগের এক চিকিৎসক চিঠি করে সতর্ক করেছিলেন। তবে, কোনও ফল মেলেনি। বর্তমানে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসা রোগীদের পাঠানো হচ্ছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে।

জুনিয়র চিকিৎসকরা রাজ্য সরকারি হাসপাতালের মান উন্নয়নের দাবি জানিয়েছিলেন। তাদের আন্দোলনের অন্যতম একটি দাবি ছিল, সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন। সিনিয়র চিকিৎসকরাও এই বিষয়ে সরব হয়েছিলেন। কিন্তু বর্তমানে হাসপাতালের ক্রয় তালিকার বাইরে থাকা ছোট মেশিনের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন। এদিকে, আরজি কর মেডিক্যালে দুর্নীতি নিয়ে বর্তমানে সিবিআই তদন্ত চলছে। ফলে সেই অনুমতি পাওয়া নিয়ে চলছে টালবাহানা। এরইমধ্যে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Last Updated : Feb 16, 2025, 9:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details