কলকাতা, 20 ফেব্রুয়ারি: গোডাউন থেকে সরকারি বই চুরির ঘটনায় পুলিশের তদন্তে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট । সিআইডিকে দিয়ে বৃহস্পতিবার পুনরায় তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । দু'বছর ধরে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত করে মাত্র দু'জনকে অভিযুক্ত করা হয়েছে চার্জশিটে । এটা কখনওই সম্ভব নয় বলে মন্তব্য প্রধান বিচারপতির ।
উত্তর দিনাজপুরের বিদ্যালয় পরিদর্শকের গোডাউন থেকে প্রায় 2 লক্ষ প্রাথমিকের বই চুরি যায় । 2022 সালের 2 ডিসেম্বর জেলা বিদ্যালয় পরিদর্শক ওই দফতরের দুই চুক্তিভিত্তিক কর্মী ভিম মণ্ডল ও রফিক ইসলামের নামে থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্ত করে চুরি যাওয়া কোনও বই উদ্ধার করতে পারেনি ।
দেবব্রত ঘোষ-সহ 18 জন স্থানীয় বাসিন্দা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে । এই বিষয়ে আবেদনকারীদের আইনজীবী দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশ দু'বছর ধরে তদন্ত করে চুরি যাওয়া কোনও বই উদ্ধার করতে পারেনি । ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে । আর বিদ্যালয় পরিদর্শকের অভিযোগ অনুযায়ী দু'জনের পক্ষে দু'লক্ষ বই চুরি করা সম্ভব নয় ।