পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রামনবমীর শহরে বাড়তি সতর্ক পুলিশ, আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে কলকাতা - Ram Navami 2024 - RAM NAVAMI 2024

Ram Navami 2024: রামনবমীতে শহর জুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ৷ মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী ৷ হেস্টিংস, বিডন স্ট্রিট, শ্যামবাজার, বড়বাজার, পোস্তা, শিয়ালদা, নারকেলডাঙ্গা রোড-সহ একাধিক রাস্তায় বেরবে রামনবমীর মিছিল ৷

Lal Bazar
রামনবমীতে শহরজুড়ে বাড়তি পুলিশ

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 6:29 PM IST

Updated : Apr 17, 2024, 8:08 AM IST

কলকাতা, 16 এপ্রিল:রামনবমীর অশান্তি এড়াতে শহরে মোতায়েন বাড়তি পুলিশ । দক্ষিণ কলকাতা থেকে মধ্য ও উত্তর সব জায়গায় থাকছে বাড়তি সতর্কতা । লালবাজার সূত্রের খবর, রামনবমীকে কেন্দ্র করে যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বুধবার সকাল থেকেই মহানগরের রাস্তায় পুলিশ আধিকারিকরা থাকবেন ।

রামনবমীতে কোন রাস্তায় মিছিল: হেস্টিংস, বিডন স্ট্রিট, শ্যামবাজার,বড় বাজার, পোস্তা, শিয়ালদা, নারকেলডাঙ্গা রোড-সহ শহরের একাধিক রাস্তায় দিয়ে যাবে মিছিল ৷ তবে রাস্তা বন্ধ করে মিছিল হবে না এই বছর ৷

লালবাজার সূত্রের খবর, রামনবমীর দিন রাস্তায় থাকবেন প্রায় আড়াই হাজার পুলিশকর্মী । এর মধ্যে সশস্ত্র পুলিশ বাহিনীও থাকবে ৷ ইতিমধ্যেই কলকাতা শহরের একাধিক থানার বাইরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । এছড়াও প্রত্যেক থানার বাইরে থাকছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়ার্ড (HRFS)-এর একটি করে দল । এই হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড-এর পুলিশ কর্মীরা মূলত কোনও জায়গায় অশান্তির পরিবেশ তৈরি করলে তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দিতে পারবে ।

লালবাজার সূত্রের খবর, রামনবমীর মিছিলের জন্য কোনও রাস্তা বন্ধ থাকবে না। সেখানে যেমন মিছিল হবে সেই জায়গায় পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হবে ৷ প্রাথমিকভাবে কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ থাকলেও পরে তা খুলে দেওয়া হবে । আগামিকাল যেখানে রামনবমীর মিছিল হবে দক্ষিণ কলকাতার হেস্টিংস। প্রত্যেক বছরই এই রাস্তা দিয়ে রামনবমীর সব থেকে বড় মিছিল বের হয় । সেই মিছিলে যাতে কোনও রকমের আইন-শৃঙ্খলের অবনতি না-হয় তার জন্য বদ্ধপরিকর কলকাতা পুলিশ ।

রামনবমীর মিছিল প্রসঙ্গেই ডিসি পদমর্যাদার এক পুলিশ আধিকারিক জানান, রাজ্য়ে নির্বাচনী বিধি লাগু হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে যাতে রামনবমীকে কেন্দ্র করে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য প্রচুর পরিমাণে পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে । কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার আঁচ পেলেই পুলিশকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে যাবেন ৷ পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও সোশাল মিডিয়ার উপর বিশেষভাবে নজর রাখছে । সেখানেও যাতে কোনওভাবেই উস্কানিমূলক মন্তব্যের ঘটনা না ঘটে সেই দিকে নজরদারি চলবে ৷ কোনও ব্যক্তি এই ধরনের কাজ করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ ৷ কলকাতা পুলিশের পাশাপাশি বিধাননগর, হাওড়া এবং ব্যারাকপুর কমিশনারেটকেও সতর্ক করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. মন্দির প্রতিষ্ঠার পর অযোধ্যায় প্রথম রামনবমী, মন্দির খোলা থাকবে 19 ঘণ্টা
  2. রামনবমী পালনে পুলিশ বাধা দিলে পালটা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলীপের
Last Updated : Apr 17, 2024, 8:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details