কলকাতা, 2 সেপ্টেম্বর: পূর্ব মেদিনীপুরের শীতলপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম-সহ অন্য বিরোধী দলের প্রধান পদপ্রার্থীকে বোর্ড গঠনের আগের রাতে গ্রেফতার করে পুলিশ ৷ সেই ঘটনার মামলায় বোর্ড গঠনের দিনের ভিডিয়ো ফুটেজ-সহ তদন্তকারী পুলিশ আধিকারিককে ডেকে পাঠাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ আগামী বুধবার ফুটেজ নিয়ে হাজির থাকতে বলা হয়েছে তদন্তকারী আধিকারিককে ৷
উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর শীতলপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধীদের প্রধান পদপ্রার্থীকে 11 অগস্ট রাতে গ্রেফতার করা হয় ৷ পুরো একটি মামলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ আর 12 অগস্ট পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন তৃণমূলের বিজয়ী প্রার্থীকে প্রধান পদে নির্বাচিত করা হয় ৷ উল্লেখ্য, শীতলপুর গ্রাম পঞ্চায়েতে মোট 23টি আসন রয়েছে ৷ যার 12টি আসনে বিরোধী সিপিআইএম প্রার্থীরা জয়ী হন ৷ আর 11টি আসনে জেতেন তৃণমূলের প্রার্থীরা ৷
এই পঞ্চায়েতের প্রধান পদটি ওবিসি-দের জন্য সংরক্ষিত ৷ ফলে জয়ী সিপিআইএম-এর তরফে ওবিসি হিসেবে পঞ্চায়েত প্রধান পদপ্রার্থী ছিলেন আব্দুল জব্বার ৷ কিন্তু, বোর্ড গঠনের আগের রাতে তাঁকে পুলিশ পুরনো একটি মামলায় গ্রেফতার করে ৷ আর ফলে ওবিসি ক্যাটাগরিতে তৃণমূলের জয়ী সদস্য় পঞ্চায়েত প্রধান হন ৷ পরবর্তী সময়ে সিপিআইএম-এর সদস্যকে ছেড়ে দেয় পুলিশ ৷