কলকাতা, 29 মার্চ: কেন্দ্রীয় স্কিম না মানার জন্য অন্য প্রকল্পের অর্থ দিচ্ছে না কেন্দ্র! লোকসভা নির্বাচনের আগে বিস্ফোরক অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তাঁর কথায়, কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অর্থ দফতর পশ্চিমবঙ্গের এসএসএম (SSM)-এর জন্য তৃতীয় ইনস্টলমেন্ট ছেড়েছে। তবে এখনও রাজ্য সেই অর্থ পায়নি। এই অর্থ না দেওয়া পিছনের কারণ হিসাবে শিক্ষামন্ত্রী অভিযোগ করেছেন কেন্দ্রের 'পিএমশ্রী' প্রকল্পকে।
তিনি জানান, রাজ্য 'পিএমশ্রী' প্রকল্পে মউ স্বাক্ষর না-করার জন্য অন্য প্রকল্পের প্রাপ্য টাকা আটকে দেওয়া হয়েছে। যা তাঁর কথায়, সম্পূর্ণ বেআইনি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "একটা প্রকল্পের জন্য অন্য প্রকল্পের প্রাপ্য টাকা আটকে দেওয়া সম্পূর্ণ বেআইনি এবং অনৈতিক। রাজ্য যে প্রকল্পের 40 শতাংশ শেয়ার দিচ্ছে সেরকম কেন্দ্রীয় প্রকল্প থাকার কি দরকার। সস্তার রাজনীতি!।"
তিনি আরও জানান, সর্বশিক্ষা মিশনের জন্য 485 কোটি টাকা প্রাপ্য কেন্দ্রীয় সরকারের থেকে। সেটা আমাদেরই ট্যাক্সের টাকা। সেটা কেন্দ্রীয় সরকারের অর্থ দফতর অনুমোদন দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় শিক্ষা দফতর এই টাকাটা আমাদের জন্য বরাদ্দ করছে না। শিক্ষা সচিব, আমি এবং আমাদের রাজ্য সরকারের মুখ্য সচিব বারংবার বলা সত্ত্বেও কোনও একটি অজ্ঞাত কারণে টাকাটাই আটকে দিয়েছে। যেহেতু রাজ্য সরকার পিএমশ্রী প্রকল্পে সই করেনি তাই সর্বশিক্ষা মিশনের টাকা ওরা দিচ্ছে না।
পিএমশ্রী প্রকল্প সম্পূর্ণ আলাদা একটি প্রকল্প। সেটাই সই না করলে কেন টাকা দেবে না এটি একটি অগণতান্ত্রিক ব্যাপার। এই প্রকল্পের টাকা দিয়েই ক্ষুধার্ত শিশুদের মিড ডে মিল এবং স্কুলের অন্যান্য পরিকাঠামোর ব্যবস্থা করা হয় ৷ কেন্দ্রীয় সরকার অন্যান্য সব প্রকল্পের মতো সর্বশিক্ষা মিশনের টাকাও আটকে রেখেছে ৷