পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটারদের জন্য বরাদ্দ বিবিধ পরিষেবা, সন্দেশখালির 'মডেল' বুথে শান্তিপূর্ণ ভোটগ্রহণ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: শান্তিপূর্ণ আবহে ভোটগ্রহণ প্রক্রিয়া চলল সন্দেশখালি 2 নম্বর ব্লকের রাধারানী উচ্চবিদ্যালয়ের 172 নম্বর 'মডেল' বুথে ৷ যেখানে ভোটারদের জন্য ছিল বিবিধ পরিষেবা ৷ কেমন ছিল কমিশনের এই 'মেডল' বুথ ? ঘুরে দেখল ইটিভি ভারত ৷

ETV BHARAT
সন্দেশখালির 2 নম্বর ব্লকের মডেল বুথ ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 5:26 PM IST

সন্দেশখালি, 1 জুন: আজ সপ্তম তথা শেষ দফার নির্বাচন ৷ রাজ্যের নয়টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে আজ ৷ যেখানে সবচেয়ে বেশি করে রাজ্য তথা দেশের চোখ রয়েছে বসিরহাট লোকসভার সন্দেশখালির নির্বাচনে ৷ গত কয়েকমাস ধরে উত্তপ্ত হয়ে থাকা সন্দেশখালিতে কেমন চলছে নির্বাচন ? সেই সব উৎকণ্ঠাকে দূরে সরিয়ে সন্দেশখালির ভোটারদের একাংশ বেশ উচ্ছ্বসিত ৷ কারণ সন্দেশখালি দু'নম্বর ব্লকের রাধারানি উচ্চবিদ্যালয়ের 172 নম্বর বুথ থেকে 'মডেল' বুথ হিসেবে সাজিয়ে তোলা হয়েছে ৷ সৌজন্যে ভারতের নির্বাচন কমিশন ৷

সন্দেশখালির 2 নম্বর ব্লকের 172 নম্বর 'মডেল' বুথ ৷ (ইটিভি ভারত)

কী কী রয়েছে এই বুথে ?

সন্দেশখালি ফেরিঘাট থেকে প্রায় দেড়শো মিটারের মধ্যে 172 নম্বর বুথটি রয়েছে ৷ সন্দেশখালির রাধারানি উচ্চবিদ্যালয়ের এই বুথে সকাল থেকে শান্তিপূর্ণভাবে আবহে ভোট দিচ্ছেন বাসিন্দারা ৷ স্কুলে ঢোকার মূল গেটে বাহারি রঙের কাপড় ও বেলুন দিয়ে সাজানো হয়েছে ৷ গাঁদা, রজনীগন্ধা ফুলের মালায় মোড়া রয়েছে স্কুলের গেট ৷ আর ভোটারদের স্বার্থে মেডিক্যাল ক্যাম্প থেকে শুরু করে তরুণ প্রজন্মের ভোটারদের জন্য সেলফি জোনের ব্যবস্থাও করা হয়েছে ভোট কেন্দ্রে ৷ তেমনি এই প্রবল গরমের হাত থেকে বাঁচতে রয়েছে ও দীর্ঘক্ষণ যাতে লাইনে দাঁড়াতে না-হয় ভোটারদের, তার জন্য রয়েছে সামিয়ানা খাটিয়ে বসার ব্যবস্থা ৷ মণ্ডপ বেঁধে চেয়ার পেতে ভোটারদের বসতে দেওয়া হচ্ছে, রয়েছে স্ট্যান্ড ও সিলিং পাখাও ৷

বুথে পানীয় জল থেকে শৌচালয়েরও ব্যবস্থা রাখা হয়েছে কমিশনের তরফে ৷ কেউ ভোট দিতে এসে অসুস্থ বোধ করলে, ওষুধ ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ব্লক প্রাথমিক হাসপাতালের তরফে ৷ নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার হেলথ ডেস্ক, বয়স্কদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা ৷ এই মডেল বুথের এক আশা কর্মী জানান, গ্যাস, অম্বল, প্রেসারের ওষুধ রাখা হয়েছে ৷ সঙ্গে ওআরএস-এর ব্যবস্থাও রয়েছে ৷ একজন চিকিৎসাও রয়েছেন ৷ কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার জন্য ৷

আরও পড়ুন:সন্দেশখালিতে মহিলাদের লম্বা লাইন, 12 বছর পর ভোট দিতে পেরে খুশি ভোটাররা

প্রথমবারের ভোটার থেকে অন্যান্য সকলের বক্তব্য, "সন্দেশখালিতে প্রথম এই মডেল বুথ করা হয়েছে ৷ এর আগে কখনও এরকম পরিষেবা ভোট কেন্দ্রে দেখা যায়নি ৷ কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তার পাশাপাশি, পানীয় জল, ছায়ার জন্য মণ্ডপের ব্যবস্থা, এমনকি ওষুধের ব্যবস্থাও করা হয়েছে ৷ ফলে ভোট দিতে এসে এরকম সুবিধা পাওয়া সত্যিই ভালো লাগছে ৷"

আরও পড়ুন:বিশ্বের সর্বোচ্চ নির্বাচনী বুথ হিমাচলের তাশিগাংগ, যার ভোটার সংখ্যা 62

ABOUT THE AUTHOR

...view details