কলকাতা, 10 অক্টোবর: জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে। ন্যায়বিচারের পাশাপশি রাজের স্বাস্থ্য পরিকাঠামো উন্নতির দাবি নিয়ে অনশন-আন্দোলন করছেন তাঁরা। এত আন্দোলনের মধ্যেও আরজি কর হাসপাতালে এলে পৌঁছল রক্তমাখা গ্লাভস ৷ ট্রমা কেয়ার বিভাগে আসে এই গ্লাভস। যা দেখে আরও ক্ষুদ্ধ হয়ে যান জুনিয়র চিকিৎসকরা।
এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে এই ঘটনা তদন্ত করবে। পাশাপাশি রক্তমাখা গ্লাভস সরিয়ে রাখার নির্দেশও দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে ৷ আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের বিচারের পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো উন্নতি-সহ 10 দফা দাবিতে গত শনিবার রাত থেকে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা ৷ বুধবার রাতে স্বাস্থ্যভবনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে কোনও সমাধানসূত্র না-মেলায় বৃহস্পতিবারও অনশন জারি রাখেন তাঁরা ৷ এদিন জুনিয়িরদের অনশনে মঞ্চে হাজির হন সিনিয়র চিকিৎসকরাও ৷