কলকাতা, 22 অগস্ট: বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তপ্ত করুণাময়ী এলাকা ৷ মিছিল শুরুর কিছু পরেই অবশ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করে গাড়িতে তোলা হয় ৷ পুলিশের সেই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। আটক করা হয় বিজেপি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে ৷ আর এরপরই শুভেন্দু অধিকারী পালটা প্রশ্ন তুলেছেন, "সবাইকে স্বাস্থ্য ভবনে যেতে আমাদেরকে বাধা কেন ? মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি লোকানোর জন্য ?"
বৃহস্পতিবার নারী নির্যাতন, ধর্ষণ-খুন, অরাজকতা, বিশৃঙ্খলার এবং আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে উল্টোডাঙা থেকে রাজ্য বিজেপির স্বাস্থ্যভবন ঘেরাও কর্মসূচী ছিল। আর সেই অভিযান থেকে দিলীপ ঘোষ বলেন, "পুলিশ মুখ খুলতে পারে না ৷ তাদের দিয়ে অনেক অন্যায় কাজ করানো হয়েছে ৷ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দিয়ে অনেক অন্যাায় করানো হয়েছে ৷ এই আন্দোলনের সঙ্গে বাংলার দশ কোটি মানুষ আছে ৷ বাংলার মানুষের এই আন্দোলনের পাশে বিজেপি আছে ৷ আমরা অপরাধীর সাজা চাই ৷ মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন ৷ তাঁর পদত্যাগ চাইছি ৷ এর থেকে কোনও কম দাবি আমরা মানব না ৷"