কলকাতা, 17 অগস্ট: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী 43 জন চিকিৎসককে বদলি ৷ এই বদলির বিরোধিতায় সরব হল এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । আন্দোলনে যোগ দেওয়ার ' শাস্তি' হিসাবেই চিকিৎসকদের বদলিকে দেখছেন তাঁরা ৷
শনিবার দিল্লিতে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা রাজ্য স্বাস্থ্য দফতরের চিকিৎসকদের বদলির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেন । এ দিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "রাজ্য সরকার 43 জন চিকিৎসকদের অনেক দূরে বদলির নির্দেশ দিয়েছে । সুবিচার চাওয়ার জন্য আন্দোলন করেছিলেন, তাই এই চিকিৎসকদের এভাবে শাস্তিমূলক নির্দেশ দেওয়া হয়েছে । ইউনাইটেড ডক্টরস ফোরামও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে । তারা সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছে, এই বদলি বেআইনি । রাজ্য সরকারের এই ধরনের সিদ্ধান্ত আন্দোলনকারী চিকিৎসকদের কণ্ঠরোধ করতে পারবে না ।"
তাঁর কথায়, ওই নির্যাতিতার জন্য বিচার চেয়ে যারা যারাই সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করছেন, তাদের পুলিশ চিঠি পাঠিয়ে বলছে যে তাঁদের সেই পোস্ট ডিলিট করতে হবে ৷ না হলে মাঝরাতে তাঁদের বাড়িতে গিয়ে আটক করা হবে ।
শেহজাদ পুনাওয়ালা বলেন, "বাংলার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের সঙ্গে ঘটা মর্মান্তিক ঘটনায় সারাদেশ রাগে ফুটছে । সবাই পথে নেমেছেন এবং সবার একটাই দাবি বিচার চাই । কিন্তু বিচার দেওয়ার বদলে তৃণমূল কংগ্রেস সরকারের এজেন্ডা হল সুবিচার করো না, মহিলাদের বাঁচতে দিও না, শুধুমাত্র ধর্ষণকারীদের বাঁচাও ।"
তাঁর দাবি, "তৃণমূল কংগ্রেসের এখন 'তালিবানি মুঝে চাহিয়ে’ ও 'তানাশাহী মুঝে চাহিয়ে' সংস্কৃতিতে বিশ্বাসী । দোষীদের শাস্তি দেওয়ার পরিবর্তে, বিচার দেওয়ানোর পরিবর্তে, যারা এই জঘন্য অপরাধ নিয়ে আন্দোলন করছেন, তাঁদের বিভিন্নভাবে সমস্যায় ফেলা হচ্ছে । আজ যদি ইন্দিরা গান্ধি, স্তালিন, কিম জং ইল এবং হিটলারের মতো স্বৈরাচারীরাও থাকতেন, তাঁরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাহবা দিতেন । মমতা বন্দ্যোপাধ্যায় এদেরও ছড়িয়ে গিয়েছেন ।"
চিকিৎসকদের বদলি নিয়ে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত ৷ তিনি জানান, বিষয়টি বিচারাধীন ৷ তাই তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না ।
অন্যদিকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের অ্যাকশন কমিটির চেয়ারম্যান চিকিৎসক সৌরভ দত্ত বলেন, "এটা হয়তো রুটিন বদলি হতে পারে ৷ তবে স্বাস্থ্যভবন থেকে যখনই এই বদলির নির্দেশ বেরোচ্ছে, সেটা নিয়ে সন্দেহ জাগছে । এমনটা কিন্তু সব সময় ছিল না ৷ সম্প্রতি এমনটা দেখা দিয়েছে । এক শ্রেণির মানুষদের স্বার্থের জন্য বাকিদের টার্গেট করা হচ্ছে । প্রশাসনের এই বিষয় নজর দিতে হবে । না-হলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে । রাজ্যের একশো শতাংশ চিকিৎসকদের মতে, উত্তরবঙ্গ লবির সঙ্গে যুক্ত রয়েছে ।"
জানা গিয়েছে, আরজি কর-কাণ্ডে রাজ্যজুড়ে চিকিৎসকরা আন্দোলন করছেন ৷ তাঁদের মধ্যে ছিলেন এই 43 জন চিকিৎসক । যাদের গত শুক্রবার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্যত্র বদলি করা হয়েছে । এই নির্দেশেরই তীব্র বিরোধিতা করল বিজেপি ৷