পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও বন্ধ সমবায় সমিতির ভোট, উত্তেজনা নন্দীগ্রামে - BJP Protest in Nandigram - BJP PROTEST IN NANDIGRAM

BJP Protest in Nandigram: কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সমবায় সমিতির নির্বাচন প্রক্রিয়া বন্ধ হওয়ায় উত্তেজনা নন্দীগ্রামে ৷ প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি ৷ ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 8:40 PM IST

সমবায় সমিতির ভোট ঘিরে উত্তেজনা নন্দীগ্রামে

নন্দীগ্রাম, 24 মার্চ: সমবায় সমিতির নির্বাচনের দিন ঘোষণা করেও শেষ মুহূর্তে তা বাতিল করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের 'প্রিয় নগরী' সমবায় সমিতিতে ৷ প্রতিবাদে রবিবার দিনভর সমবায় সমিতির বিজেপির সংগঠনের নেতা-কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল ৷ তাদের অভিযোগ কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও, ভোটের আগের দিন রাতে স্থানীয় নন্দীগ্রাম থানা নির্বাচনে পুলিশ বাহিনীর অভাবের কারণ দেখিয়ে ভোট প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে ৷

সমবায় সমিতির বিজেপি নেতা মেঘনাথ পাল জানিয়েছেন, 2023 সালের 22 ডিসেম্বর প্রথমবার সমবায় সমিতির নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছিল ৷ সেই মতো 2024 সালের 21 জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল ৷ মোট 12টি আসন রয়েছে এই সমবায় সমিতিতে ৷ বারটি আসনের সবক’টিতে তৃণমূল, বিজেপি ও সিপিআইএম প্রার্থী দিয়েছিল ৷ কিন্তু কোন কারনে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যায় ৷

এরপর বিজেপির তরফে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় ৷ হাইকোর্টের নির্দেশ দেয় পুলিশকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করে বিজ্ঞপ্তি জারির একমাসের মধ্যে নির্বাচন ও তার একসপ্তাহের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করে আদালতে জানা হবে ৷ সেই মতো আজ 24 মার্চ সমবায় সমিতির নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল ৷ বিজেপির অভিযোগ, হঠাৎই গতকাল নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমবায় সমিতি কর্তৃপক্ষকে জানান, এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, তাই পর্যাপ্ত পুলিশ বাহিনী থানায় নেই ৷ ফলে ভোট প্রক্রিয়া বন্ধ করতে হবে ৷

পুলিশ নিরাপত্তা দিতে পারবে না জেনে, কর্তৃপক্ষ নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দেয় ৷ আর তারপরেই আজ সকাল থেকে এলাকায় বিজেপি কর্মী-সমর্থকরা প্রতিবাদ শুরু করে ৷ পরে চণ্ডিপুর-নন্দীগ্রাম রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা ৷

বিজেপি নেতা মেঘনাথ পালের অভিযোগ, "শাসকদলকে পুলিশ প্রোটেকশন দিতে পারবে না বলে, আজ ভোট বন্ধ করে দিল ৷ হাইকোর্টের নির্দেশকেও অমান্য করছে পুলিশ ৷ বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করবেন জেনে, ভোটের মুখে পুলিশ শাসকদলের মদতে পরিকল্পিতভাবে এমনটা করেছে ৷ এর বিরুদ্ধে আমরা আবার হাইকোর্টে যাচ্ছি ৷"

যদিও, বিজেপির সব অভিযোগ খারিজ করে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ ৷ তিনি বলেন, "সমবায় সমিতি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান ৷ তার নির্বাচনও অরাজনৈতিক বিষয় ৷ এখানে সিপিআইএম, তৃণমূল, বিজেপির কথা আসছে কেন ? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ঢেউয়ে বিজেপি ভেসে গেছে ৷ কোনও ইস্যু পাচ্ছে না ৷ তাই একটা অরাজনৈতিক বিষয়কে রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করছে ৷"

আরও পড়ুন:

  1. নদিয়ায় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয় বামেদের
  2. নিখিলেশদের আড্ডা বাঁচাতে মুখ্যমন্ত্রীর সাহায্য চায় কফি হাউস

ABOUT THE AUTHOR

...view details