পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাথাভাঙায় বিজেপি নেতার গাড়ি ও পার্টি অফিস ভাঙচুর; অভিযুক্ত তৃণমূল - BJP Party Office Vandalised

BJP Party Office Allegedly Under Attack: মাথাভাঙায় আক্রান্ত বিজেপি ৷ ভাঙা হল বিজেপির মণ্ডল সভাপতির গাড়ি ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

BJP Party Office Allegedly Under Attack
মাথাভাঙায় আক্রান্ত বিজেপি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 8:48 PM IST

কোচবিহার, 29 অগস্ট: বিজেপির অস্থায়ী পার্টি অফিস ভেঙে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙা শহরের পঞ্চানন মোড় এলাকায় বিজেপির অস্থায়ী পার্টি অফিস ভাঙা হয় বলে অভিযোগ । পাশাপাশি বিজেপি’র মণ্ডল সভাপতির গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে ।

ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ বাহিনী ৷ বিজেপির 4 নং মণ্ডল সভাপতি রাজশেখর রায় বলেন, ‘‘ বুধবার আমাদের বনধ ছিল । মানুষ সেই বনধে সমর্থন জানিয়েছেন । এই রাগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই ভাঙচুর চালিয়েছে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তৃণমূলের পচাগড় অঞ্চল সভাপতি সঞ্জয় বিশ্বাসের দাবি, অভিযোগ ভিত্তিহীন ৷ বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই ওই ভাঙচুরের ঘটনা ঘটেছে । এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় ৷

বিজেপি নেতার গাড়ি ও পার্টি অফিস ভাঙচুর (ইটিভি ভারত)

প্রসঙ্গত, কোচবিহারের মাথাভাঙায় বিজেপির সংগঠন ভালো । মাথাভাঙায় বিধানসভায় বিধায়ক বিজেপির । সম্প্রতি লোকসভা নির্বাচনে মাথাভাঙাতেও ভালো ফল হয়েছে ৷ কিন্তু লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি হারতেই পদ্মশিবিরের দখলে থাকা একের পর এক গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে তৃণমূল । এই পরিস্থিতিতে মাথাভাঙায় বিজেপি অনেকটাই কোনঠাসা ৷

তবে আরজি কর ইস্যুতে বিজেপির ডাকা বাংলা বনধে ব্যাপক প্রভাব পড়েছিল মাথাভাঙায় । এরপরই বৃহস্পতিবার দুপুরে একদল তৃণমূল কর্মী পচাগড় এলাকায় থাকা বিজেপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালায় । পার্টি অফিসের বাইরে থাকা বিজেপির এক মণ্ডল সভাপতির গাড়িতে ভাঙচুরও চলে । খবর পেয়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে গেলে উত্তেজনা ছড়ায় । যদিও মাথাভাঙা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি । তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ।

ABOUT THE AUTHOR

...view details