শিলিগুড়ি, 14 জুন: লোকসভা নির্বাচনের পরই বিরোধীদের হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ৷ পালটা চ্যালেঞ্জ শিলিগুড়ির বিধায়ক ও রাজ্য বিজেপি সম্পাদক শঙ্কর ঘোষের ৷ কটাক্ষের সুরেই তিনি বলেন, "রংবাজি না করে দম থাকলে বরাদ্দ বন্ধ করে দেখান মন্ত্রী ৷" প্রয়োজনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় নগর ও পুর উন্নয়ন মন্ত্রকে অভিযোগ জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার সংবর্ধনা সভায় বক্তব্য দিতে গিয়ে উদয়ন গুহ বলেন, "মাথাভাঙা-1 ব্লকের জন্য 4 কোটি এবং 2 নং ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তহবিল থেকে । কিন্তু মাথাভাঙা শহর, দিনহাটা ও কোচবিহার শহরের জন্য এক টাকাও বরাদ্দ করিনি । শহরের মানুষরা গ্রামের মানুষদের থেকে বেশি চালাক । তাই উন্নয়ন নাকি ধর্ম চান, সেটা শহরের মানুষকে উপলব্ধি করতে হবে । তাই শহরের উন্নয়ন হবে না ।" তিনি আরও বলেন, "শহরের মানুষ ভোট দেয়নি । তাই শহরের উন্নয়নের জন্য এক টাকাও বরাদ্দ নয় ।"