পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'দম থাকলে বরাদ্দ বন্ধ করে দেখাক', উদয়নকে হুঁশিয়ারি শঙ্করের - BJP Leader Shankar Ghosh - BJP LEADER SHANKAR GHOSH

Shankar Ghosh takes a jibe at Udayan Guha: "দম থাকলে বরাদ্দ বন্ধ করে দেখাক উদয়ন গুহ, পালটা চ্যালেঞ্জ শঙ্কর ঘোষের ৷ উদয়ন গুহর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ও কেন্দ্র সরকারের কাছে অভিযোগ জানাব ৷" শিলিগুড়ির বিধায়ক ও রাজ্য বিজেপি সম্পাদক শঙ্কর ঘোষ ৷

Sankar Ghosh
রাজ্য বিজেপি সম্পাদক শঙ্কর ঘোষ ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 11:07 PM IST

শিলিগুড়ি, 14 জুন: লোকসভা নির্বাচনের পরই বিরোধীদের হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ৷ পালটা চ্যালেঞ্জ শিলিগুড়ির বিধায়ক ও রাজ্য বিজেপি সম্পাদক শঙ্কর ঘোষের ৷ কটাক্ষের সুরেই তিনি বলেন, "রংবাজি না করে দম থাকলে বরাদ্দ বন্ধ করে দেখান মন্ত্রী ৷" প্রয়োজনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় নগর ও পুর উন্নয়ন মন্ত্রকে অভিযোগ জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

উদয়নকে হুঁশিয়ারি শঙ্করের (ইটিভি ভারত)

প্রসঙ্গত, বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার সংবর্ধনা সভায় বক্তব্য দিতে গিয়ে উদয়ন গুহ বলেন, "মাথাভাঙা-1 ব্লকের জন্য 4 কোটি এবং 2 নং ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তহবিল থেকে । কিন্তু মাথাভাঙা শহর, দিনহাটা ও কোচবিহার শহরের জন্য এক টাকাও বরাদ্দ করিনি । শহরের মানুষরা গ্রামের মানুষদের থেকে বেশি চালাক । তাই উন্নয়ন নাকি ধর্ম চান, সেটা শহরের মানুষকে উপলব্ধি করতে হবে । তাই শহরের উন্নয়ন হবে না ।" তিনি আরও বলেন, "শহরের মানুষ ভোট দেয়নি । তাই শহরের উন্নয়নের জন্য এক টাকাও বরাদ্দ নয় ।"

এর পালটা শঙ্কর ঘোষ এদিন বলেন, "রাজ্য সরকারের বরাদ্দ উদয়ন গুহর পৈত্রিক সম্পত্তি নয় যে তিনি আটকাবেন ৷ তাঁর কোনও অধিকার নেই যে ভোট না পেলে বরাদ্দ দেবেন না ৷ আর এই ধরনের নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেসই করে। আমি মুখ্যমন্ত্রীকে ভিডিয়ো ফুটেজ প্রমাণ দিয়ে অভিযোগ জানাব।"

এর আগেও নির্বাচনী আবহে একাধিকবার বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মুখে ৷ কখনও বিরোধীদের হাঁটু ভেঙে দেওয়ার নিদান দিয়েছেন আবার প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে বিতর্কে জড়াতেও দেখা গিয়েছে ৷ এবার ভোট মিটতেই আবার বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর ৷

ABOUT THE AUTHOR

...view details