দুর্গাপুর, 17 এপ্রিল: "ওনার মাথায় শুধু দাঙ্গার কথা ঘোরে ৷" রামনবমী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কটাক্ষে এমনই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ মঙ্গলবার দুর্গাপুরের এমএএমসি এলাকায় রামনবমীর পুজোর উদ্বোধন করেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক এবং দলের কর্মী-সমর্থকরা ৷ সেখানেই মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ ৷
উত্তরবঙ্গের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, দেশজুড়ে রামনবনীর শোভাযাত্রা বের করা হবে ৷ প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বলেন, "দেশজুড়ে রামনবমীর মিছিল করে দাঙ্গা করতে চাইছে বিজেপি ৷" দুর্গাপুরে বাসন্তী পুজোর উদ্বোধন করে তৃণমূল সুপ্রিমোর সেই বক্তব্যের প্রেক্ষিতে দিলীপ বলেন, "উনার মাথায় শুধু দাঙ্গা ঘোরে । ভারতীয় জনতা পার্টি সারাদেশ জুড়ে দাঙ্গা বন্ধ করেছে ৷ পশ্চিমবঙ্গেও বন্ধ করবে। রামনবমীর মিছিলে হাজার হাজার মানুষ রাস্তায় নামবে ৷"
মঙ্গলবার ময়নাগুড়ির জনসভায় যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রীকে দেখে 'চোর চোর' বলে স্লোগান দিতে শুরু করেন একদল লোক ৷ সেই ঘটনার উত্তরে মমতা বলেন, "চালসায় আমার গাড়ি দেখে বলছে চোর চোর ! আমি দোকান থেকে চা খেলেও পয়সা দিয়ে খাই ৷ সরকার থেকে কোনও বেতন-ভাতা নিই না ৷ আমি সরকারি গাড়ি চড়ি না ৷ এত বড় সাহস আমার গাড়ি দেখে বলছে চোর !" এরপরই তাঁর সংযোজন, "নির্বাচন না-থাকলে জিভ টেনে ছিঁড়ে দিতাম ৷ এটা অবশ্য আমি করব না ৷ এটা মোদি বলেন ৷ বেছে বেছে প্রতিশোধ নেওয়ার কথা ওরা বলে ৷"