পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইভিএমে সেলোটেপ ! সিতাইয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসা বিজেপি প্রার্থীর

পালটা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পকেটে করে সেলোটেপ নিয়ে আসার অভিযোগ ৷ ইভিএমের 1 ও 2 নম্বর বোতাম বন্ধ করে দেওয়ার অভিযোগ ৷

ASSEMBLY BYE ELECTIONS 2024
সিতাইয়ের 2 নম্বর বুথের ইভিএমে সেলোটেপ লাগানোর অভিযোগ ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 1:10 PM IST

সিতাই, 13 নভেম্বর: সিতাই বিধানসভা উপনির্বাচনে এবার ইভিএমে সেলোটেপ আটকে দেওয়ার অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে সিতাই বিধানসভা কেন্দ্রের হোকদাহ আদাবাড়ি এসএসকে এলাকার 2 নম্বর পোলিং বুথে ৷ ইভিএমে বিজেপি প্রার্থী-সহ দু’জনের নামের বোতাম সেলোটেপ দিয়ে ঢেকে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷

ঘটনার খবর পেয়ে সিতাইয়ের বিজেপি প্রার্থী দীপককুমার রায় বুথে যান ৷ তিনি অভিযোগ করেছেন, ইভিএমের 1 ও 2 নম্বর বোতাম ঢেকে দেওয়া হয়েছিল ৷ যেখানে 2 নম্বর বোতামে বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রতীক রয়েছে ৷ এরপর তিনি পোলিং স্টেশনের ভিতরে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ডেকে সেলোটেপ লাগানো অবস্থায় ইভিএম দেখান ৷ তাঁকে প্রশ্ন করেন, নিরাপত্তা থাকা সত্ত্বেও, কীভাবে কেউ ইভিএমে সেলোটেপ মেরে চলে যায় ?

সিতাইয়ের 2 নম্বর বুথের ইভিএমে সেলোটেপ ! (নিজস্ব ভিডিয়ো)

এ নিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসা বেঁধে যায় প্রার্থীর ৷ প্রিসাইডিং অফিসারের দাবি, কেউ অভিযোগ করেনি বিষয়টি নিয়ে ৷ বিজেপি প্রার্থী অভিযোগ করায় তিনি সেলোটেপগুলি খুলে দিচ্ছেন ৷ এই বক্তব্য শোনার পর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন দীপককুমার রায় ৷ তিনি চিৎকার করে বলতে থাকেন, "আমি অভিযোগ করব, তারপর আপনি দেখবেন ! তাহলে আপনাকে কেন এখানে বসিয়েছে নির্বাচন কমিশন ৷ এটা আপনার দায়িত্ব দেখার যে, ইভিএম অক্ষত আছে কি না ৷"

অন্যদিকে, তৃণমূলের তরফে পালটা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে ৷ শাসকদলের পোলিং এজেন্টের দাবি, দীপককুমার রায় নিজে পকেটে করে সেলোটেপ নিয়ে এসে ইভিএমে আটকে দিয়েছিলেন ৷ পরে নিজেই সেই নিয়ে পোলিং বুথে উত্তেজনা তৈরি করেন ৷

ABOUT THE AUTHOR

...view details