পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অগ্নিমিত্রার বিরুদ্ধে এফআইআর - Ram Navami 2024 - RAM NAVAMI 2024

Ram Navami 2024: পূর্ব মেদিনীপুরের এগরায় রামনবমীর মিছিলে হামলা চালানোর অভিযোগ তুলল বিজেপি ৷ পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠি চার্জও করতে হয় ৷ এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতে গেলে এগরা থানার আইসি অগ্নিমিত্রাকে থানায় ঢুকতে দেননি বলে অভিযোগ ৷ তাঁকে পালটা হুমকি দেন মেদিনীপুরের বিজেপি লোকসভা প্রার্থী ৷

ETV Bharat
এগরায় অগ্নিমিত্রার বিক্ষোভ

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 12:32 PM IST

Updated : Apr 18, 2024, 2:22 PM IST

এগরা থানার সামনে মেদিনীপুর লোকসভা প্রার্থী অগ্নিমিত্রার বিক্ষোভ

এগরা, 18 এপ্রিল: থানার সামনে দাঁড়িয়ে হুমকি দিলেন মেদিনীপুরের বিজেপি লোকসভা প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ বুধবার পূর্ব মেদিনীপুরের এগরায় রামনবমীর শোভাযাত্রা ছিল ৷ সেখানে ইট বৃষ্টি হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন 4 জন বিজেপি কর্মী ৷ এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে এগরা শহর ৷ এদিকে এগরা বিধানসভা কেন্দ্রটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৷

এই ঘটনার পর এগরা থানার সামনে রাতভর বিক্ষোভ দেখান প্রার্থী অগ্নিমিত্রা ৷ এই ঘটনার খবর পেয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে পৌঁছান ৷ এগরা থানার পুলিশের সঙ্গে দেখা করতে গেলে পুলিশের তরফে বাধা দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির ৷ তখন থানার সামনে দাঁড়িয়েই তিনি বলেন, "রাত্রি আড়াইটে বাজতে চলল ৷ এগরা থানার আইসির এইটুকু সৌজন্যবোধ নেই যে, বিজেপি প্রার্থী এবং জেলা সভাপতিকে ভিতরে যেতে দেওয়ার অনুমতি দিলেন না ৷ আইসি বললেন, আমরা যেতে দিতে পারব না ৷ যা বলার আপনি এখানে বলুন ৷ আজ বিজেপির লোকসভা প্রার্থীকে যেতে দেওয়া হচ্ছে না ৷ এখানে দাঁড়িয়ে কথা বলতে বলা হচ্ছে ৷"এরপর রাতে থানার সামনেই বিক্ষোভ দেখান তিনি ৷ দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা বলেন,

বুধবার রাতে রামনবমীর শোভাযাত্রা এগরার কলেজ মোড় দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রা লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ৷ পরিস্থিতি এমনই হয় যে পুলিশকে লাঠি চার্জ করতে হয় ৷ ঘটনায় 4 জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ ৷

আটক বিজেপি কর্মীদের ছেড়ে দেওয়ার দাবিতে এগরার ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে সারারাত ধরে অবরোধ চলে ৷ বৃহস্পতিবার সকালেও বেলদা-কাঁথি রাজ্যসড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা ৷

আরও পড়ুন:

  1. রামনবমীতে অশান্ত মুর্শিদাবাদ! মিছিলে পড়ল বোমা-ঢিল, আহত
  2. তরোয়াল-কাটারি, বীরভূমে রাম নবমীর মিছিলে বাদ গেলো না কিছুই
  3. অস্ত্র হাতে রাম নবমীর মিছিলে বিজেপি প্রার্থী, পুলিশের বাধায় তুলকালাম বীরভূমে
Last Updated : Apr 18, 2024, 2:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details