কলকাতা, 6 জুলাই: শ্বাসনালিতে আটকে ছিল সুপারি। সফল অস্ত্রোপচার কলকাতা মেডিক্যাল কলেজে ৷ 57 বছরের আলিপুরদুয়ারের বাসিন্দা সাথী দত্ত প্রায় দু'মাস ধরে ভুগছেন কাশি এবং শ্বাসজনিত সমস্যায়। মাঝে মধ্যেই আসত জ্বর। এই সমস্যা নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন তিনি। শিবেস কুমার দাসের নেতৃত্বে শুক্রবার 7 সদস্যের চিকিৎসক দল শেষমেশ সফল অস্ত্রোপচারের মাধ্যমে শ্বাসনালিতে আটকে থাকা সুপারি বের করতে সক্ষম হয় ৷
প্রথমে আউটডোরে দেখানোর পর চিকিৎসকরা তাঁকে চেস্ট মেডিসিন বিভাগে ভর্তি হওয়ার পরামর্শ দেন। বিভাগীয় প্রধান অধ্যাপক চিকিৎসক শিবেস কুমার দাসের নেতৃত্বে চেস্ট মেডিসিনের একটি দলের তত্ত্বাবধানে তাঁকে এক সপ্তাহ ভর্তি রাখা হয়। প্রথমে চিকিৎসকরা মনে করেছিলেন টিউমার জাতীয় কোনও সমস্যা হয়েছে ওই মহিলার। সেই কারণে তাঁর বুকের এক্স-রে এবং সিটি স্ক্যান করানো হয়। সেই রিপোর্ট দেখাই অবাক চিকিৎসকরা।