পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যৌনাঙ্গে লুকানো প্রায় 30 লাখের সোনা, বিএসএফের হাতে পাকড়াও বাংলাদেশী মহিলা - Gold Recovered

Gold Smuggling: সীমান্ত পেরোনোর সময় রুটিন চেকিংয়ে ধরা পড়ল বাংলাদেশী মহিলা পাচারকারী ৷ যৌনাঙ্গ ও লাগেজ ব্যাগ থেকে উদ্ধার হল প্রায় 30 লাখ টাকার সোনা ৷

Etv Bharat
পাচার করতে গিয়ে বিএসএফের হাতে পাকড়াও বাংলাদেশী মহিলা

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 7:02 AM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি:সোনা পাচার করতে গিয়ে মহিলা বিএসএফ বাহিনীর জালে বাংলাদেশী মহিলা ৷ যৌনাঙ্গে লুকিয়ে 466.580 গ্রাম সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ধরা পড়ে অভিযুক্ত ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন আইসিপি পেট্রাপোলে, 145 ব্যাটালিয়নের মহিলা প্রহরীরা ওই বাংলাদেশী মহিলাকে আটক করে ৷ তার কাছ থেকে উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য 29 লক্ষ 53 হাজার 451 টাকা । আটক মহিলা পাচারকারীকে বাজেয়াপ্ত সোনা-সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে ।

আইসিপি পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনালে ভারত ও বাংলাদেশের মধ্যে ভ্রমণরত যাত্রীদের রুটিন চেকিংয়ের সময় বিএসএফের মহিলা প্রহরীরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী এক সন্দেহভাজন মহিলা যাত্রীকে আটকায় । মহিলা প্রহরীরা হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর (এইচএইচএমডি) দিয়ে তাকে তল্লাশি করলে মেশিনে মহিলা যাত্রীর শরীরে ধাতব পদার্থের উপস্থিতি নির্দেশ করে । এর পরে, মহিলা প্রহরীরা পুঙ্খানুপুঙ্খ তল্লাশির জন্য যাত্রীকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় । সেখানে গিয়ে তল্লাশি চালানোর সময় মহিলা যাত্রীর গোপনাঙ্গে ইনসুলেশন টেপ দিয়ে মোড়ানো সোনার পেস্টের ড্রাম আকারের টুকরো পাওয়া যায় । এ ছাড়া ব্যাপক তল্লাশিকালে ওই মহিলা যাত্রীর লাগেজে 4টি সোনার বিস্কুটও মেলে ৷ মহিলা প্রহরীরা ওই যাত্রীকে সোনা-সহ আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকিতে নিয়ে আসে । ধৃতের নাম ঝর্না বেগম । বাংলাদেশের ঢাকা জেলার বাসিন্দা ।

উদ্ধার হওয়া সোনা

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, সে নিজের জীবিকার জন্য ভারত থেকে চকোলেট, বিস্কুট ইত্যাদি ছোট ছোট জিনিসপত্র বাংলাদেশে নিয়ে যেত । ঢাকার নারায়ণগঞ্জের সফিকুলের কাছ থেকে ওই সোনা নিয়েছিল ৷ সেগুলো কলকাতার নতুন বাজারে পাপ্পুকে দেওয়ার কথা ছিল । সোনার ওই চালানটি পেট্রাপোলের মাধ্যমে ভারতে সফলভাবে পাচার করতে পারলে তার বিনিময়ে সে 1000 টাকা পেত । কিন্তু আইসিপি পেট্রাপোল হয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার সময় বিএসএফ চেকিংয়ের সময় সোনার বিস্কুট-সহ হাতেনাতে ধরা পড়ে ।

বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক, ডিআইজি শ্রী একে আর্য বিএসএফের মহিলা প্রহরীদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন । তিনি সীমান্তে বসবাসকারী লোকজনকে সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য পেলে বিএসএফের সীমাসাথী হেল্পলাইন নম্বর 14419-এ যোগাযোগ করার জন্য আবেদন করেছেন । এছাড়া দক্ষিণবঙ্গ সীমান্তের আরও একটি নম্বর 9903472227 দেওয়া হয়েছে ৷ এখানে সোনা চোরাচালান সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানো যাবে । সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কার দেওয়ার পাশাপাশি তাঁর পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন :

  1. ইছামতীর তীরে 3 কোটির সোনার ইট ও বিস্কুট পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ
  2. বিএসএফের তৎপরতায় পাচারের আগে উদ্ধার হল 44টি মোষ
  3. রায়গঞ্জের নাগর নদী থেকে বেআইনিভাবে বালি পাচারের অভিযোগ, সরব স্থানীয়রা

ABOUT THE AUTHOR

...view details