কলকাতা, 4 ফেব্রুয়ারি:সোনা পাচার করতে গিয়ে মহিলা বিএসএফ বাহিনীর জালে বাংলাদেশী মহিলা ৷ যৌনাঙ্গে লুকিয়ে 466.580 গ্রাম সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ধরা পড়ে অভিযুক্ত ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন আইসিপি পেট্রাপোলে, 145 ব্যাটালিয়নের মহিলা প্রহরীরা ওই বাংলাদেশী মহিলাকে আটক করে ৷ তার কাছ থেকে উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য 29 লক্ষ 53 হাজার 451 টাকা । আটক মহিলা পাচারকারীকে বাজেয়াপ্ত সোনা-সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে ।
আইসিপি পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনালে ভারত ও বাংলাদেশের মধ্যে ভ্রমণরত যাত্রীদের রুটিন চেকিংয়ের সময় বিএসএফের মহিলা প্রহরীরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী এক সন্দেহভাজন মহিলা যাত্রীকে আটকায় । মহিলা প্রহরীরা হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর (এইচএইচএমডি) দিয়ে তাকে তল্লাশি করলে মেশিনে মহিলা যাত্রীর শরীরে ধাতব পদার্থের উপস্থিতি নির্দেশ করে । এর পরে, মহিলা প্রহরীরা পুঙ্খানুপুঙ্খ তল্লাশির জন্য যাত্রীকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় । সেখানে গিয়ে তল্লাশি চালানোর সময় মহিলা যাত্রীর গোপনাঙ্গে ইনসুলেশন টেপ দিয়ে মোড়ানো সোনার পেস্টের ড্রাম আকারের টুকরো পাওয়া যায় । এ ছাড়া ব্যাপক তল্লাশিকালে ওই মহিলা যাত্রীর লাগেজে 4টি সোনার বিস্কুটও মেলে ৷ মহিলা প্রহরীরা ওই যাত্রীকে সোনা-সহ আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকিতে নিয়ে আসে । ধৃতের নাম ঝর্না বেগম । বাংলাদেশের ঢাকা জেলার বাসিন্দা ।