পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশের অস্থিরতার প্রভাব আন্তর্জাতিক বাণিজ্যে, বাড়ছে দেশে ফেরার তাড়া - BANGLADESH UNREST

ইসকনের সন্ন্যাসী গ্রেফতারের ঘটনায় ফের অস্থির পরিস্থিতি পড়শি দেশে ৷ যার প্রভাব এসে পড়েছে আন্তর্জাতিক সীমান্তের বাণিজ্যেও ৷ এখন কী অবস্থা পেট্রাপোল ও ঘোজাডাঙায় ?

Bangladesh Unrest Impact Over India
বাংলাদেশে অস্থিরতায় আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্যে জটিলতা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2024, 5:11 PM IST

বসিরহাট, 1 ডিসেম্বর:অশান্ত বাংলাদেশ । তার প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্যে । গত কয়েকদিনে উত্তর 24 পরগনার পেট্রাপোল ও ঘোজাডাঙায় দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য তলানিতে পৌঁছে গিয়েছে । চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে যাঁরা দু'দেশের মধ্যে যাতায়াত করেন, তাঁদের মধ্যেও দেশে ফেরার তাড়া বেড়ে গিয়েছে ।

বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে সেই উদ্বেগের ছবি ধরা পড়েছে । প্রতিদিন চারশো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যেত । সেখানে এখন মেরেকেটে দেড়শো থেকে দু'শো ট্রাক ওপারে যাচ্ছে । বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কারণে সে দেশের টাকার মূল্যও পড়ে গিয়েছে । আগে যেখানে বাংলাদেশের 100 টাকা দিলে ভারতের মুদ্রায় 73 থেকে 74 টাকা পাওয়া যেত । সেখানে এখন বাংলাদেশি টাকার মূল্য কমতে কমতে 67 থেকে 68 টাকায় এসে দাঁড়িয়েছে । এর জন্য বাংলাদেশের অস্থিরতাকেই দায়ী করেছেন পেট্রাপোল এবং ঘোজাডাঙা সীমান্তে কর্মরত মুদ্রা বিনিময় দফতরের কর্মীরা ।

ঘোজাডাঙা ও পেট্রাপোল সীমান্তে ব্যবসার অবস্থা (ইটিভি ভারত)

শুধু পণ্য আমদানি-রফতানি বাণিজ্যই নয়, বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে চিকিৎসা বা অন্য প্রয়োজনে ওপার বাংলা থেকে আসা মানুষের মধ্যেও উদ্বেগ বেড়েছে । ‌দেশে ফেরার জন্য তাঁরা পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্তে ভিড় করছেন । আবার বাংলাদেশ যাঁরা গিয়েছিলেন, সেই সব ভারতীয় নাগরিকরাও দেশে ফেরার জন্য অস্থির হয়ে পড়েছেন ।

বিষয়টি নিয়ে পেট্রাপোল আন্তর্জাতিক ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,"বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রভাব আন্তর্জাতিক বাণিজ্যে পড়েছে । আমদানি-রফতানির পণ্যবাহী ট্রাক যাতায়াতও কমে গিয়েছে । দু'দেশে যাতায়াতকারী মানুষের মধ্যে দেশে ফেরার তাড়াও দেখা যাচ্ছে ।"

উদ্বেগের সুর ধরা পড়েছে ঘোজাডাঙা সীমান্ত আন্তর্জাতিক ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব মণ্ডলের কথাতেও । তাঁর কথায়,"বাংলাদেশের অস্থিরতার কারণে সেদেশের টাকার মূল্য কমে গিয়েছে । আন্তর্জাতিক বাণিজ্যে এর চূড়ান্ত প্রভাব পড়েছে । সকলের মধ্যে দেশে ফেরার ব্যস্ততা দেখা যাচ্ছে । এর পরিবর্তন হওয়া দরকার । নইলে সমস্যায় পড়বেন ছোট ব‍্যবসায়ীরা ।"

ABOUT THE AUTHOR

...view details