পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি চলার ঘটনায় এনআইএ তদন্তের দাবি, হাইকোর্টে অর্জুন - ARJUN SINGH DEMANDS NIA PROBE - ARJUN SINGH DEMANDS NIA PROBE

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ তাঁর বাড়িতে হামলার ঘটনায় এনআইএ তদন্তের পাশাপাশি, কেন্দ্রীয় সরকারকে পার্টি করার আবেদন জানিয়েছেন তিনি ৷

ARJUN SINGH DEMANDS NIA PROBE
বাড়ি লক্ষ্য করে হামলার ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে অর্জুন সিং ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 4:45 PM IST

কলকাতা, 5 অক্টোবর: বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের মামলা করলেন অর্জুন সিং ৷ আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন করেন তিনি ৷ যেখানে কেন্দ্রীয় সরকার এবং এনআইএ-কে পার্টি করার আবেদন করা হয়েছে ৷

বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন ৷ সেই সঙ্গে এই মামলায় সবপক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ সোমবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের রেগুলার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ উল্লেখ্য, শুক্রবার সাত সকালে ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির সামনে একদল দুষ্কৃতী বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জমায়েত করে ৷ প্রাক্তন বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ ৷

অর্জুন সিং অভিযোগ করেছেন, দুষ্কৃতীদের ছোড়া বোমার সপ্লিন্টার তাঁর পায়ে এসে লেগেছে ৷ এই ঘটনায় তাঁকে খুনের চক্রান্তের অভিযোগ করেছেন প্রাক্তন সাংসদ ৷ এমনকি তাঁর ছেলে বিধায়ক পবন সিংয়ের কার্যালয় লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ৷ এই হামলার ঘটনায় অর্জুন সিংয়ে এক দেহরক্ষী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে ৷ পুরো ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং এবং তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ করেছেন অর্জুন ৷

আদালতে দায়ের করা মামলায় পুলিশের বিরুদ্ধেও হামলায় জড়িত থাকার অভিযোগ করেছেন বিজেপি নেতা ৷ তিনি জানিয়েছেন, পুলিশের সামনেই তাঁর উপর এই হামলা চালানো হয়েছিল ৷ পুলিশের সামনেই নাকি, বোমা ও গুলি চালায় দুষ্কৃতীরা ৷ এমনকি ইট ছোড়া হয় ৷ তিনি অভিযোগ করেছেন, কয়েকদিন আগেও তাঁর বাড়ির সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল ৷ পুরো ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগছেন বলে অভিযোগ করেছেন অর্জুন ৷ তাই দোষীদের ধরতে এনআইএ তদন্তের দাবিতে মামলা দায়ের করেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details