নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর:মেয়ের পর এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল ৷ 10 সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে জামিন দিয়েছিল ৷ তার ঠিক 10 দিন পর অর্থাৎ শুক্রবার গরু পাচার মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ 10 লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে।
এর আগে সিবিআইয়ের করা গরু পাচার মামলায় 'সুপ্রিম' নির্দেশে বীরভূমের তৃণমূল নেতা জামিন পেয়েছিলেন ৷ আর আজ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ইডির করা আর্থিক তছরূপের মামলায় তিনি জামিন পেলেন ৷ 2022 সালে 11 অগস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে তাঁর বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁর বিরুদ্ধে ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার মামলার সঙ্গে জড়িত অবৈধ কার্যকলাপের সঙ্গে যোগ থাকার সন্দেহ করেছিল তদন্তকারী দল ৷ পরে আর্থিক তছরূপের মামলাতেও তাঁর নাম জড়ায় ৷