পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জামিন পেলেন অনুব্রত, মেয়েকে সঙ্গে নিয়ে পুজোয় বীরভূমে ফিরছেন কেষ্ট - Anubrata Mondal - ANUBRATA MONDAL

Anubrata Mondal Gets Bail: সিবিআইয়ের পর ইডির মামলা থেকে মুক্তি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ৷ দিন দশেক আগে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন ইদির করা আর্থিক তছরুপের মামলায় ৷ সুপ্রিম কোর্টের পর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে শুক্রবার বীরভূমের তৃণমূল নেতা জামিন পেলেন ৷ মেয়েকে সঙ্গে করে পুজোয় ফিরছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা ৷

Anubrata Mondal Gets Bail
জামিন পেলেন অনুব্রত (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2024, 6:28 PM IST

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর:মেয়ের পর এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল ৷ 10 সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে জামিন দিয়েছিল ৷ তার ঠিক 10 দিন পর অর্থাৎ শুক্রবার গরু পাচার মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ 10 লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে।

এর আগে সিবিআইয়ের করা গরু পাচার মামলায় 'সুপ্রিম' নির্দেশে বীরভূমের তৃণমূল নেতা জামিন পেয়েছিলেন ৷ আর আজ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ইডির করা আর্থিক তছরূপের মামলায় তিনি জামিন পেলেন ৷ 2022 সালে 11 অগস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে তাঁর বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁর বিরুদ্ধে ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার মামলার সঙ্গে জড়িত অবৈধ কার্যকলাপের সঙ্গে যোগ থাকার সন্দেহ করেছিল তদন্তকারী দল ৷ পরে আর্থিক তছরূপের মামলাতেও তাঁর নাম জড়ায় ৷

2023 সালে ওই মামলাতেই তাঁর কন্যাকে গ্রেফতার করে ইডি। তারপর তিহার জেলে ঠাঁই হয়েছিল বাবা এবং কন্যার। তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। বার বার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। 30 জুলাই সিবিআইয়ের গরু পাচার মামলাটিতে সুপ্রিম কোর্ট থেকে অনুব্রত জামিন পেয়েছিলেন। কিন্তু ইডির আর্থিক তছরূপের মামলায় তাঁকে জেলে থাকতে হচ্ছিল। শুক্রবার সেই মামলাতেও জামিন মিলল।

এর আগে 10 সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে ইডির মামলা থেকে জামিন দেয় দিল্লি হাইকোর্ট ৷ কিন্তু জামিন পেয়েও ঘরে ফেরেননিন সুকন্যা ৷ বাবার জন্যে দিল্লিতেই অপেক্ষা করছিলেন তিনি ৷ আগামী সোমবার অনুব্রত মণ্ডলের জেল মুক্তির সম্ভাবনা রয়েছে ৷ আজ 2 বছর 9 দিন পর তিনি জামিন পেলেন ৷ মেয়েকে সঙ্গে করে পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট।

ABOUT THE AUTHOR

...view details