পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্যাংরায় হেলে পড়ল আরও একটি বহুতল, আতঙ্কিত বাসিন্দারা - BUILDING TILTS IN TANGRA

এর আগে বাঘাযতীন ও ট্যাংরায় একটি করে বহুতল হেলে পড়ে ৷ এক্ষেত্রেও বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে ৷

Building Tilts in Tangra
ট্যাংরায় হেলে পড়ল আরও একটি বহুতল, আতঙ্কিত বাসিন্দারা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 2:19 PM IST

Updated : Jan 24, 2025, 3:26 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: হেলে পড়া বহুতলের শহর ৷ কলকাতার পরিচয় কি এবার এটাই হতে চলেছে ! কারণ, গত কয়েকদিনে বেশ কয়েকটি হেলে পড়া বাড়ির হদিশ পাওয়া গেল মহানগরে ৷

গত বুধবার ট্যাংরার 58 নম্বর ওয়ার্ডে একটি বহুতল হেলে পড়েছিল পাশের নির্মীয়মাণ আরেকটি বহুতলের উপর ৷ শুক্রবারের ঘটনাস্থল সেই ট্যাংরা ৷ তবে চারতলা যে বাড়িটি হেলে গিয়েছে, সেটি কলকাতা পুরনিগমের 59 নম্বর ওয়ার্ডে অবস্থিত ৷

ট্যাংরায় হেলে পড়ল আরও একটি বহুতল, আতঙ্কিত বাসিন্দারা (ইটিভি ভারত)

সম্প্রতি কলকাতা পুরনিগম এলাকার বাঘাযতীনে একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার উপক্রম হয় ৷ সেই নিয়ে হইচই পড়ে যায় ৷ পরে বাড়িটি পুরনিগমের তরফে ভেঙে ফেলা হয় ৷ গ্রেফতার করা হয় সংশ্লিষ্ট প্রমোটারকে ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তর 24 পরগনার কামারহাটি-পানিহাটিতে বহুতল হেলে পড়ার খবর সামনে আসে ৷

ট্যাংরায় হেলে পড়েছে বহুতল (নিজস্ব ছবি)

পর পর কেন এত বহুতল হেলে পড়ছে, এই প্রশ্নের উত্তর যখন সকলে খোঁজার চেষ্টা করছেন, সেই পরিস্থিতিতে ট্যাংরায় আরও একটি বহুতল হেলে পড়ে ৷ সেই বহুতল অবস্থিত কলকাতা পুরনিগমের 58 নম্বর ওয়ার্ডের ক্রিস্টোফার ৷ সেই ঘটনার প্রায় 48 ঘণ্টার মধ্যেই ট্যাংরায় আরও একটি হেলে পড়া বাড়ির সন্ধান পাওয়া গেল ৷

ট্যাংরায় হেলে পড়েছে বহুতল (নিজস্ব ছবি)

এবার ঘটনাস্থল কলকাতার 59 নম্বর ওয়ার্ড ৷ ট্যাংরার লোকনাথ বোস গার্ডেন লেনে চারতলা একটা বাড়ি হেলে পড়ে পাশের বাড়ির উপর ৷ দু’টি বাড়ির উপরের অংশ একেবারে এক জায়গায় চলে আসে ৷ দুই বাড়ির মাঝে কার্যত কোনও জায়গাই নেই আর ৷

বহুতল ঠিক রাখতে ব্যবহার করা হয়েছে রড (নিজস্ব ছবি)

ওই বহুতলের বাসিন্দা রজত চক্রবর্তী জানান, আমফানের পরই বাড়িটি হেলে পড়েছিল ৷ এখন প্রশাসন যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে ৷ এলাকার বাসিন্দা সুমিত মিশ্র জানান, এই বাড়িটি 8-9 বছর আগে তৈরি হয় ৷ আগেই বাড়িটি হেলে পড়েছিল ৷ সম্প্রতি জানা যায় যে বাড়িটি যাতে আর হেলে না পড়ে সেই কারণে বিম ও লোহার রড দেওয়া হয়েছিল ৷ সীমা দে নামে বহুতলের এক বাসিন্দা জানান, দু’বছর আগে তাঁরা সেখানে ফ্ল্যাট কিনে এসেছেন ৷ তার আগে থেকেই বাড়ির এই অবস্থা ছিল ৷

ট্যাংরায় হেলে পড়েছে বহুতল (নিজস্ব ছবি)

তবে বাসিন্দাদের মধ্যে এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ৷ বহুতলটি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল বলেও অভিযোগ ৷ স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, যেখানে বহুতলটি রয়েছে, সেখানে আগে পুকুর ছিল ৷

ট্যাংরায় এক জায়গায় চলে এসেছে দুই বহুতল (নিজস্ব ছবি)

এই প্রসঙ্গে 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলি বসু বলেন, ‘‘বেআইনি আইনি কোনও বাড়ি সম্পর্কেই আমার কাছে কোনও খোঁজ থাকে না । আমিও আজ শুনলাম কিছুক্ষণ আগে । আমি কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগ আধিকারিকদের জানিয়েছি ঘটনাস্থলে যেতে ।’’

Last Updated : Jan 24, 2025, 3:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details