কলকাতা, 23 মে: শিক্ষাগত যোগ্যতা নিয়ে হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলে নির্বাচনের কমিশনের দ্বারস্থ হল আম আদমি পার্টি। তারা দাবি করে, এই অভিযোগ খতিয়ে দেখে কমিশন যেন হিরণের প্রার্থীপদ খারিজ করে দেয় ।
হিরণের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে আসে আম আদমি পার্টির এক প্রতিনিধি দল । পরে আপ নেতা অর্ণব মৈত্র জানান, হলফনামায় নিজেকে আইআইটি খড়গপুরের রিসার্চ ফেলো বলে দাবি করেছেন হিরণ চট্টোপাধ্যায় । আম আদমি পার্টি এই বিষয় অনুসন্ধান করেছে। আইআইটি খড়গপুরের কর্তৃপক্ষের সঙ্গেও চিঠি মারফত যোগাযোগ করা হয়েছে । আইটিআই চিঠি দিয়ে আম আদমি পার্টিকে জানিয়েছে, বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় আইআইটি খড়গপুরের সঙ্গে যুক্ত নন । তবে তিনি আইআইটি খড়গপুরের একটি স্পন্সরড প্রজেক্টের সঙ্গে যুক্ত ।
শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল আপ (নিজস্ব ছবি) আপের দাবি, আইআইটি খড়গপুরের ওই চিঠিতে পরিষ্কার করে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে হিরণ রিসার্চ অ্যাসোসিয়েট বা আইআইটির কর্মী বা অন্য কোনও ক্যাটাগরিতে যুক্ত নন । আজ আম আদমি পার্টির তরফে দাবি করা হয়, যদি ঘাটালের বিজেপি প্রার্থীর হলফনামায় এই তথ্য দেওয়া থাকে তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক কমিশন এবং তাঁর প্রার্থীপদ বাতিল করা হোক । পাশাপাশি তিনি যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন সেই নিয়েও তদন্ত হওয়া উচিত বলে দাবি করেন আপ নেতা অর্ণব মৈত্র ।
ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট যত এগিয়ে আসছে তত তরজায় জড়াচ্ছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ও তৃণমূল প্রার্থী দেব ৷ একে অপরের বিরুদ্ধে অভিযোগের পালাও চলছে ৷ বৃহস্পতিবার প্রচারের শেষ দিনে দেবের বিরুদ্ধে গরুপাচারে মূল অভিযুক্ত এনামূল হকের থেকে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন হিরণ ৷ এই নিয়ে পালটা সরব হন দেবও ৷ তিনিও সোশাল মিডিয়ায় পোস্ট করে হিরণের বিরুদ্ধে তোপ দাগেন ৷
আরও পড়ুন:
- দেবের বিরুদ্ধে গরুপাচারের টাকা নেওয়ার ‘তথ্য’ দিলেন শুভেন্দু, পালটা সরব ঘাটালের সাংসদও
- ঘাটালের কুর্সি দখলের লড়াইয়ে দেব-হিরণ, ফুটবে কোন ফুল ?
- রাত 3টেয় আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি হানা ! যেন পাক জঙ্গি ঢুকেছে, কটাক্ষ হিরণের