বারাসত, 10 অগস্ট: আরজি কর-কাণ্ডে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যেই এবার দত্তপুকুরে এক বেসরকারি নার্সিং কলেজের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ । রাতে মদ্যপ অবস্থায় হবু নার্সদের সঙ্গে অভ্যবতা এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কলেজের ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে । যা ঘিরে শনিবার শোরগোল পড়ে গিয়েছে কলেজ চত্বরে।
কলেজ ক্যাম্পাসে নার্সিং পড়ুয়ারা দফায় দফায় বিক্ষোভ দেখান ৷ কর্তৃপক্ষের সঙ্গে তুমুল বাকবিতণ্ডার জেরে এদিন রীতিমতো উত্তেজনা ছড়ায় সেখানে। পরে দত্তপুকুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ । যদিও এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ কলেজের সেই ম্যানেজিং ডিরেক্টর অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। পালটা এই ঘটনায় পড়ুয়াদের একাংশের বিরুদ্ধেই তিনি চক্রান্তের অভিযোগ এনেছেন ।
বারাসত শহর লাগোয়া দত্তপুকুর থানার রঙ্গপুর গ্রাম । আর সেখানেই রয়েছে ওই বেসরকারি নার্সিং কলেজ । তবে, নার্সিং বিভাগের সঙ্গে এখানে পড়ানো হয় অন্য বিভাগও । সদর শহর লাগোয়া এই কলেজের পরিকাঠামোর অভিযোগ তো রয়েছেই, সেই সঙ্গে কলেজে পাঠরত নার্সিং পড়ুয়ারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে এনেছেন দুর্ব্যবহার, ছাত্রীদের উত্যক্ত করা, খারাপ উদ্দেশ্যে স্পর্শ করার মতো গুরুতর অভিযোগ । আর এই সমস্ত ঘটনার নেপথ্যে রয়েছেন নার্সিং কলেজের ম্যানেজিং ডিরেক্টর। এমনই অভিযোগ নার্সিং পড়ুয়াদের ।